সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন। ঢাকা: বাংলাদেশের রাজধানী ঢাকার বিজয়নগরে বাংলাদেশের সাবেক বিরোধী দল জাতীয় পার্টির প্রধান কার্যালয়ে ভাঙচুরের পর আগুন জ্বালিয়ে দিয়েছে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র-জনতা।
বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় পার্টির কার্যালয় ঘেরাও কর্মসূচিতে দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়ার কিছুক্ষণ পর ওই অফিসে আগুন দেওয়া হয়।
কয়েক দফা চেষ্টা করে ফায়ার সার্ভিস এসে আগুন নেভালেও রাত ১টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ঢাকার জাতীয় পার্টির কার্যালয় ছাত্র-জনতার দখলে ছিল। তারা কার্যালয়ের সামনে অবস্থান করছিল।
এর আগে, সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসর জাতীয় পার্টির রাজনৈতিক অপতৎপরতা ও বাংলাদেশবিরোধী চক্রান্তের’ প্রতিবাদে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র শ্রমিক জনতা’ ব্যানারে মশাল মিছিল করেন একদল শিক্ষার্থী।
আরও পড়ুন:Bangladesh: ফের রণক্ষেত্র বাংলাদেশ, পোশাক শ্রমিকদের বিক্ষোভে সেনা-পুলিসের গাড়িতে আগুন!
এসময় জাতীয় পার্টিকে আওয়ামী লীগের দোসর আখ্যা দিয়ে তাদের রাজনীতি করার অধিকার নেই বলে জানান বক্তারা। আওয়ামী লীগের দোসর হিসেবে জাতীয় পার্টির জিএম কাদের, চুন্নু, আনিসদের গ্রেফতার ও বিচার দাবি করছেন ছাত্র-জনতা। তারা জাতীয় পার্টির রাজনীতি নিষিদ্ধের দাবিতে স্লোগান দিচ্ছেন। এমনকি ভবিষ্যতে জাতীয় পার্টিকে বাংলাদেশে রাজনীতি করতে দেবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। ছাত্র-জনতার পাশাপাশি ঢাকায় জাতীয় পার্টি অফিসের সামনে বিপুল সংখ্যক সেনা ও পুলিস সদস্য মোতায়েন করা হয়েছে।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। জানা গিয়েছে, পতিত সরকারের ‘দোসর’ হিসেবে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে মামলা দায়ের এবং প্রধান উপদেষ্টার সংলাপ থেকে বাদ দেওয়ার ঘটনা নিয়ে বাংলাদেশের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় পার্টির মধ্যে বিরোধের সূত্রপাত হয়। তার জের ধরে বাংলাদেশের রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম ও হাসানাতকে অবাঞ্ছিত ঘোষণা করেন দলটির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটির সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তফা। এ নিয়ে পাল্টাপাল্টি কর্মসূচিও চলে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)