পহেলগাঁও কাণ্ডের প্রতিবাদ, শ্রীলঙ্কায়ও এবার পাক দূতাবাসের সামনে বিক্ষোভ… Sri Lankans Protest Outside Pakistan High Commission In Colombo Over Pahalgam Terrorist Attack

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  বিশ্বের দরবারে কোণঠাসা পাকিস্তান। ‘সন্ত্রাসবাদী মদত দেওয়া বন্ধ কর’, শ্রীলঙ্কাতেও এবার পাক দুতাবাসের সামনে বিক্ষোভে দেখালেন সাধারণ মানুষ। স্লোগান উঠল, ‘আমরা পাকিস্তানকে চাই না’।

আরও পড়ুন:  Pahalgam Terror Attack: ভারতের ‘জলবোমা’য় ভয়ংকর অবস্থা ওয়াঘার ওপারে! উপগ্রহচিত্র যে হাড়হিম ছবি দেখাচ্ছে তাতে…

কাশ্মীরে গণহত্যা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার নিহত ২৮ জন। যাঁদের বেশিরভাগ পর্যটক। ঘটনার নিন্দা ঝড় ওঠেছে গোটা বিশ্বেই। আজ, মঙ্গলবা কলম্বোর পাকিস্তানের দূতাবাসের সামনে জমায়েত হন কয়েকশো। হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা।

 

এর আগে, গত সপ্তাহে লন্ডনেও পাক দূতাবাসের সামনে বিক্ষোভ দেখিয়েছিলেন প্রবাসী ভারতীয়রা। ২৭ এপ্রিল ওয়াশিংটনে পহেলগাঁওয়ে জঙ্গি হানার বিরুদ্ধে পথে নেমেছিলেন সাধারণ মানুষ। এদিকে পাকিস্তানে ইসলামাবাদে আক্রান্ত ভারতীয় দুতাবাস। ভারতবিদ্বেষী জনতার আক্রমণ হয় দূতাবাসে, গেট ভাঙারও চেষ্টা করা হয়। কবে? 24 এপ্রিল।

আরও পড়ুন:  Allahu Akbar: ‘আল্লাহু আকবর’ বলেই পহেলগাঁওয়ে প্রাণে বাঁচে…! ইসলামে এর অর্থ কী? কখন কেন বলা হয়…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link