পরপুরুষের সঙ্গে বিছানায় অন্তরঙ্গ স্ত্রী! ঘরে ঢুকে স্বামী রাগে কুড়ুল দিয়ে…| Husband killed Wife and her Lover After Finding Them Together In Bed At Home in up

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাড়ি ফিরে স্বামীর চক্ষু চড়কগাছ। বিছানায় প্রেমিকের সঙ্গে অন্তরঙ্গ স্ত্রী। রাগে স্ত্রী এবং প্রেমিককে খুন করে দিল স্বামী। ঘটনাটি ঘটে, উত্তরপ্রদেশের জালাউনে।

জানা গিয়েছে, মধ্য তিরিশের কুওয়ার সিং পেশায় একজন শ্রমিক। ৩২ বছরের স্ত্রী আরতির সঙ্গে দুই ছোট সন্তানকে নিয়ে থাকতেন। গত কয়েক মাস ধরে কুওয়ারের তাঁর স্ত্রীর চরিত্র নিয়ে সন্দেহ জাগে। যার ফলে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকত। সেই সন্দেহ ঠিক প্রমাণিত হয়, যখন তিনি জানতে পারেন যে তাঁর স্ত্রী পাশের গ্রামের বাসিন্দা ছায়ানাথ সিংয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছে।

আরও জানা গিয়েছে,  টিকরি মুস্তকিলে পারিবারিক বন্ধন থাকা ছবিনাথ প্রায়ই এলাকায় যেতেন। একবার ছায়ানাথ তাদের গ্রামে ঘুরতে আসে, তখনই আরতির সঙ্গে পরিচয় এবং তারপরই সম্পর্ক। এই ঘটনার দশ দিন আগে কুওয়ার এবংআরতির মধ্যে তুমুল ঝগড়া হয়। তা চরমে পৌঁছে আরতি তাঁর স্বামীর বিরুদ্ধে গার্হস্থ্য সহিংসতার অভিযোগ দায়ের করতে বাধ্য করে। আরতির অভিযোগের ভিত্তিতে পুলিস কুওয়ারের খোঁজ চালাতে শুরু করে। কিন্তু গ্রেফতারির ভয়ে তিনি গা ঢাকা দেন।

আরও পড়ুন:UP Hospital Lift Crash: কয়েক ঘণ্টা আগেই সন্তানের জন্ম! সুস্থ মাকে স্ট্রেচারে নিয়ে লিফ্‌টে উঠতেই…

বৃহস্পতিবার রাতে, কুওয়ার অপ্রত্যাশিতভাবে বাড়ি ফেরে। ঘরে ঢুকে দেখে আরতি ও ছবিনাথ বিছানায় শুয়ে আছে। ক্ষোভে কাবু হয়ে কুড়ুল দিয়ে দুজনকেই আঘাত করে ঘটনাস্থলেই নিহত হন। ঘটনার সময় ওই দম্পতির দুই সন্তান, যাদের বয়স ১০ ও ৮ বছর, তারা তখন ঘুমোচ্ছিল। হট্টগোল শুনে তারা চিৎকার করে দৌড়ে আশেপাশের গ্রামবাসীদের সতর্ক করে। পুলিসকে জানানোর পর, একটি ফরেনসিক দল আলামত সংগ্রহ করে এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। কুনওয়ার সিং পরে পুলিসের কাছে আত্মসমর্পণ করে এবং অপরাধ স্বীকার করে।  

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

Source link