পরনে বিয়ের দিনের পোশাক, বিবাহবার্ষিকীর রাতেই আত্মঘাতী দম্পতি! A Couple ends their life on anniversary night in Nagpur

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ছব্বিশতম বিবাহ বার্ষিকী। বাড়িতেই আত্মীয়, বন্ধুদের সঙ্গে উদযাপনে মেতে উঠেছিলেন এক দম্পতি। গভীর রাত পর্যন্ত চলল পার্টি। এরপর ভোরের দিকে যখন পার্টি শেষ হল, তখন আত্মহত্য়া করলেন স্বামী-স্ত্রী, তাও আবার বিয়ের দিনের পোশাক পরেই! লিখে গেলেন সুইসাইড নোটও। 

আরও পড়ুন:  Gurugram: ভয়ংকর! কর্মক্ষেত্রে বারবার সমালোচনা! রেগে গিয়ে অফিসেই সহকর্মীকে খুন…

পুলিস সূত্রে খবর, মৃতেরা হলেন জেরিল ড্যামসন অস্কার মনক্রিফ ও তাঁর অ্যান। নাগপুরের মার্টিননগর কলোনিতে থাকতেন তাঁরা। মঙ্গলবারই ছিল ওই দম্পতির ২৬ তম বিবাহ বার্ষিকী। আর সেদিনই বাড়ি থেকে উদ্ধার হল দু’জনের নিথর। অথচ রাতটা ছিল অন্যরকম। বিবাহবার্ষিক উপলক্ষ্যে বাড়িতে আত্মীয়, বন্ধুদের নিমন্ত্রণ করেছিলেন জেরিল ও অ্যান। এমনকী, রাত ১২টার সময়ে কেকও কাটেন ওই দম্পতি। তাহলে কেন আত্মহত্যা? সুইসাইডে কিছু উল্লেখ নেই।

বাড়িতে রান্নাঘর থেকে জেরিলের ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিস। অ্যানির নিথর দেহ পড়েছিল ড্রয়িং রুমের বিছানায়। প্রাথমিক তদন্তের অনুমান, সম্ভবত প্রথমে আত্মহত্যা করেন অ্যানই। এরপর স্ত্রীর দেহ দড়ি থেকে নামিয়ে পোশাক ও ফুল দিয়ে ঢেকে দেন জেরিল। শেষে আত্মহত্যা করেন তিনি নিজে। ভোররাতে সোশ্যাল মিডিয়ায় আলাদাভাবে পৃথক সুইসাইড নোট পোস্ট করেন। সেই পোস্ট দেখেই ফ্ল্যাটে যান পরিচিতরা। দু’জনের মৃতদেহ দেখে খবর দেন থানায়।

স্থানীয় সূত্রে খবর,  জেরিল পেশায় রন্ধনশিল্পী। একাধিক নামী হোটেলে রান্নার কাজও করেছেন। লকডাউনের পর থেকে এই কাজ বন্ধ করে দেন তিনি। তার পর পরিচিতের সুদে টাকা ধার দিতেন। অ্যান বাড়িতেই থাকতেন। নিঃসন্তান ছিলেন ওই দম্পতি। সুইসাইড নোটে তাঁদের সম্পত্তি পরিচিতদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়ার অনুরোধ করে গিয়েছেন তাঁরা।

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 

iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১

কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

আরও পড়ুন:  Theif Steat Kiss: জিনিসপত্র না পেয়ে হতাশ! গৃহিণীকে চুমু দিয়ে পালাল চোর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link