নির্মলার বাজেটে মধ্যবিত্তদের ঘরে আসবে লক্ষ্মী?

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জিনিসের দাম ক্রমেই ঊর্ধ্বমুখী, এইরকম আবহেই আজ অষ্টম বাজেট পেশ করতে চলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মূল্যবৃদ্ধির গ্রাফ যে হারে ঊর্ধ্বমুখী তাতে পকেটে টান পড়ছে মধ্যবিত্তদের। এমন সময় নতুন বাজেট পেশের আবহে কি সেনসেক্স আরও চরচরিয়ে ওপরের দিকে উঠবে? আমাদের নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যে হারে বাড়ছে তাতে আমজনতা মনে করছেন সকালের চা খেতেও এবার টান পড়তে পারে পকেটে। জিনিসের দাম কি সত্যিই আরও বাড়বে! 

আরও পড়ুন: Union Budget 2025 LIVE Update: টানা অষ্টমবারের জন্য বাজেট পেশ নির্মলার! নিয়ন্ত্রণে আসবে চড়া বাজারমূল্য?

দেখা যাক আগে কোন কোন জিনিসের দাম বেড়েছিল বা কমেছিল –
কেন্দ্রীয় বাজেট অনুযায়ী ২০২৩-২০২৪ সস্তা এবং ব্যয়বহুল জিনিসের একটি ছোট তালিকা-
সস্তা হয়েছিল: টিভি, স্মার্টফোন, কমপ্রেস্ড গ্যাস, হীরা, ইভির জন্য লিথিয়াম-আয়ন তৈরির জন্য যন্ত্রপাতি।
দাম বেড়েছিল: সিগারেট, সাইকেল, ইমিটেশন জুয়েলারি, বিমান ভ্রমণের খরচ, বৈদ্যুতিক চিমনির দাম, তামার স্ক্র্যাপের দাম, টেক্সটাইলের জিনিস পত্রের খরচ।

কেন্দ্রীয় বাজেট অনুযায়ী ২০২২-২০২৩ সস্তা এবং ব্যয়বহুল জিনিসের একটি ছোট তালিকা-
সস্তা হয়েছিল: ইমিটেশন জুয়েলারি, কম্পিউটার, মোবাইল ফোন, ল্যাপটপ, কাটা এবং পালিশ করা হীরা, রত্ন।
দাম বেড়েছিল: ছাতা, আমদানি করা জিনিসপত্র, মিশ্রিত জ্বালানি, চকোলেট, স্মার্টওয়াচ এবং ইয়ারবাড।

কেন্দ্রীয় বাজেট অনুযায়ী ২০২১- ২০২২ সস্তা এবং ব্যয়বহুল জিনিসের একটি ছোট তালিকা-
সস্তা হয়েছিল: সোনা, রুপো, চামড়াজাত পণ্য, নাইলনের কাপড়, লোহা, ইস্পাত এবং তামার তৈরি পণ্য।
দাম বেড়েছিল: সোলার সেল, মোবাইল ফোন এবং চার্জার, আমদানি করা মূল্যবান রত্ন এবং মূল্যবান পাথর, এসি এবং ফ্রিজ কম্প্রেসার, অটো যন্ত্রাংশ।

কেন্দ্রীয় বাজেট অনুযায়ী ২০২০- ২০২১ সস্তা এবং ব্যয়বহুল জিনিসের একটি ছোট তালিকা-
সস্তা হয়েছিল: চিনি, দুধ, সয়া ফাইবার, সয়া প্রোটিন, কিছু অ্যালকোহলযুক্ত পানীয়, কৃষিজ এবং প্রাণীজ জিনিসপত্র, নিউজপ্রিন্টের সকল জিনিস, কাগজ, অ্যাসিড।
ব্যয়বহুল হয়েছিল: চিকিৎসার সরঞ্জাম, জুতো, আসবাবপত্র, পাখা, সিগারেট এবং অন্যান্য তামাকজাত দ্রব্য, মাটির লোহা, ইস্পাত, তামা, সিভির যন্ত্রাংশ।

আরও পড়ুন: Union Budget 2025: ভারতের প্রথম বাজেট আসলে কবে? সবচেয়ে কম কত শব্দের? জেনে নিন অজানা সব তথ্য…

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ সকাল ১১ টা থেকে অষ্টম বাজেট পেশ করা শুরু করবেন বলে জানা যাচ্ছে। কোন জিনিসের দাম বাড়বে এবং কোন জিনিসের দাম কমবে তার উপর নজর দেশবাসীর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনে সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে আজ। নির্মলা সীতারামন এই নিয়ে টানা আটবার কেন্দ্রীয় বাজেট পেশ করতে চলেছেন। আখেড়ে এই বাজেট পেশে কোন লাভ কি হচ্ছে সাধারণ মধ্যবিত্ত মানুষদের! নুন আনতে পান্তা ফুরানো মানুষদের কি এবার ‘রাখে হরি তো মারে কে’ অবস্থা হবে! কি মনে হচ্ছে সকলের? 

এমনিতেই এই বাজেট পেশে কোনভাবেই উপকৃত হচ্ছেনা সাধারণ মধ্যবিত্তরা। এমনিতেই সামান্য দুধ চা খেতে আগে যা খরচ হত এখন তার থেকে বেশি খরচ হচ্ছে এর কারণ মূলত দুধের, চিনির, চায়ের, এমন কি গ্যাসেরও মূল্যবৃদ্ধি। এমন ভাবেই আমাদের রোজকার জিনিসে এসেছে প্রচুর পরিবর্তন হয়েছে। হু হু করে সকল জিনিসের দাম বাড়ায় সাধারণ মধ্যবিত্তদের কপালে পড়েছে চওড়া ভাঁজ। তার ওপর আবার নতুন করে বাজেদ পেশে কি মরার উপর খাঁড়ার ঘা জুটবে মধ্যবিত্তদের কপালে? 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link