নারকীয় আগুনে পুড়ছে ‘স্বর্গ’? ভয়াবহ দাবানলে জ্বলছে জেরুজালেম! পৃথিবী থেকে মুছে যাবে যিশুর শহর? ।Largest Ever Wildfire Deadliest WildFire Israel Wildfires trigger national emergency in Israel Netanyahu says Jerusalem at risk

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইজরায়েলের জেরুজালেম (Jerusalem) শহরের কাছে ভয়াবহ দাবানল  (Israel Wildfires) ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবারই কয়েকটি এলাকার মানুষজনকে সরিয়ে নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। ওখানকার আবহাওয়া বেশ শুকনো এবং বাতাসের গতিবেগও বেশি। ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছেন অগ্নিনির্বাপণকর্মীরা। জেরুজালেমের অগ্নিনির্বাপণ বিভাগের কমান্ডার জানিয়েছেন, এটি সম্ভবত ইজরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল (Largest Ever Wildfire in Israel)। 

আরও পড়ুন: India Pakistan Tension: ভারতের ১৪০০০০০, পাকিস্তানের ৭০০০০০! পহেলগাঁও-আবহে ভারত-পাক যুদ্ধ ভালো করে শুরুই হল না, কিন্তু তার আগেই অবিশ্বাস্য… 

আরও পড়ুন: Baba Vanga on India Pakistan Tension: পহেলগাঁও-কাণ্ডের পরেই প্রকাশ্যে ভারত-পাক যুদ্ধ নিয়ে বাবা ভাঙ্গার অবিশ্বাস্য ভবিষ্যদ্বাণী? তিনি বলেছেন,…

আন্তর্জাতিক সহায়তা

দাবানল নিয়ন্ত্রণে ইজরায়েল আন্তর্জাতিক সহায়তা চেয়েছে। দাবানলে এ পর্যন্ত অন্তত ১৩ জন আহত হয়েছেন। তবে এখনও কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইজরায়েল কার্তজ বলেছেন, ‘আমরা জাতীয় জরুরি অবস্থার মধ্যে আছি!’ জেরুজালেমের অগ্নিনির্বাপণ বিভাগের কমান্ডার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, ঘণ্টায় ৬০ মাইলের বেশি গতিতে বাতাস বইতে পারে, যা পরিস্থিতিকে আরও ভয়াবহ করে তুলতে পারে।

জেরুজালেম

জেরুজালেম থেকে ১৫ মাইল পশ্চিমে অবস্থিত নেভে শালম শহরের আশপাশে দাবানল ছড়িয়ে পড়ে। প্রথমে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিয়োতে দেখা যায়, ঘন ধোঁয়ার মধ্যে মানুষ সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। কয়েক ঘণ্টা পরে জরুরি পরিষেবাকর্মীরা জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকা সারি সারি গাড়ি তল্লাশি করে দেখেন, ওইসব গাড়ির মধ্যে কেউ আটকে আছেন কি না। দাবানলের কারণে বুধবারই ইজরায়েলের মেমোরিয়া ডেতে তেল আবিব ও জেরুজালেমের মধ্যে সংযোগকারী প্রধান সড়ক রুট ১ বন্ধ করে দেওয়া হয়েছে।

সন্দেহভাজন 

ইজরায়েলি পুলিস বলেছে, তারা সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করেছে কেননা, ওই ব্যক্তিকে একটি খোলা মাঠে আগুন লাগানোর চেষ্টা করতে দেখা গিয়েছিল। অন্তত তেমনই দাবি পুলিসের। কেন এই দাবি?
ইজরায়েলি পুলিস এক বিবৃতিতে দাবি করে, জেরুজালেমের পুলিস কর্মকর্তারা পূর্ব জেরুজালেমের ওই বাসিন্দাকে হাতেনাতে ধরে ফেলে। ওই ব্যক্তি তখন শহরের দক্ষিণ প্রান্তের একটি খোলা মাঠে আগুন লাগানোর চেষ্টা করছিলেন। তাঁর কাছ থেকে একটি লাইটার, তুলো ও অন্যান্য দাহ্য পদার্থ উদ্ধার হয়।

ইজরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস জানিয়েছে, প্রায় ১২০টি দল এবং ১২টি অগ্নিনির্বাপণ বিমান ও হেলিকপ্টার মিলে ভয়ংকর এই দাবানল মোকাবিলা করছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link