জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কানাডার ব্রাম্পটনে এক মন্দিরে হামলার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করল কানাডার পুলিস। এদের মধ্যে রয়েছেন ইন্দ্রজিত গোসাল নামে শিখ ফর জাস্টিস সংগঠন বা এসএফজে-র এক নেতাও। এই ইন্দ্রজিত গোসাল নিহত খালিস্তানি নেতা হরদীপ সিং নিজ্জরের ঘনিষ্ঠ।
আরও পড়ুন-রহস্য! হাতের শিরা-গলা কাটা, উত্তরাখণ্ডে উদ্ধার যাদবপুরের অধ্যাপকের দেহ…
কানাডার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী ইন্দ্রজিত্ স্বাধীন খালিস্তান গঠনের ব্যাপারে বরাবরই সরব। ব্রাম্পটনে হিন্দু সভা মন্দিরের বাইরে বিক্ষোভের সময়ে অস্ত্র নিয়ে হামলার অভিযোগ রয়েছে ইন্দ্রজিতের বিরুদ্ধে।
কানাডা পুলিসের তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, অস্ত্র নিয়ে হামলার অভিযোগে ইন্দ্রজিত গোসালকে গত ৮ নভেম্বর গ্রেফতার করা হয়েছে। তবে তাকে জমিনে মুক্তি দিয়ে অন্টারিও কোর্টে হাজিরা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, গত ৪ নভেম্বর শিখদের বিরুদ্ধে হিংসার ৪০তম বর্ষপূর্তি উপলক্ষ্যে ব্রাম্পটন মন্দিরের কাছে একটি বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন খালিস্তান পন্থীরা। সেখান থেকেই মন্দিরে আসা দর্শনার্থীদের উপরে হামলা চালানো হয়। এনিয়ে কড়া প্রতিবাদ জানায় ভারত। ঘটনার তীব্র নিন্দা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
ওই ঘটনার পর ঘটনার তদন্তে একটি টিম গঠন করে কানাডার পুলিস। ওই বিক্ষোভ সমাবেশে যোগ দেওয়ার জন্য কানাড পুলিসের কর্মী হরিন্দর সোহিকে বরখাস্ত করা হয়। ঘটনার সময়ে তাকে খালিস্তানি পতাকা হাতে দেখা গিয়েছিল। অন্যান্যরা ভারত বিরোধী স্লোগান দিচ্ছিলেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)