জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ঘুরলেই লোকসভা ভোট। ফের বৈঠক I.N.D.I.A জোটের। এবার মুম্বইয়ে। জোটের লোগো, কো-অর্ডিনেশন কমিটি, নির্বাচন কমিটি-সহ একাধিক বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। সূত্রের খবর তেমনই।
আরও পড়ুন: Mamata Banerjee: ‘বাড়াল ৮০০, কমাল ২০০’, কেন্দ্রকে কটাক্ষ মমতার
চব্বিশে বিজেপির বিরুদ্ধে লড়বে I.N.D.I.A। মোদী সরকারের বিরুদ্ধে জোট বেঁধেছে বিরোধীরা। প্রথম বৈঠক হয়েছিল পাটনা,আর দ্বিতীয়টি বেঙ্গালুরুতে। তৃতীয় বৈঠক হতে চলেছে মুম্বইয়ে। কবে? ১ সেপ্টেম্বর।
I.N.D.I.A জোটের বৈঠক
————-
লোগো নিয়ে আলোচনা
জোটের কাঠামো নিয়ে কথা হবে
কো-অর্ডিনেশন কমিটি গঠন ও সদস্য় নির্বাচন
নির্বাচন সংক্রান্ত ব্যবস্থাপনা ও সচিবালয় নিয়ে আলোচনা
জোটের ৫ থেকে ১০ জন মুখপাত্র নির্বাচন
সংবাদমাধ্য়ম ও সামাজিক মাধ্য়ম সংক্রান্ত রূপরেখা চূড়ান্ত করা
জাতীয় ইস্যুগুলির জন্য আলাদা কমিটি গঠন
কীভাবে যৌথ প্রচার? তৈরি করা হবে ইন্ডিয়াস জয়েন্ট অ্য়াকশন কমিটি।
এদিন মুম্বই পৌঁছেই অমিতাভ বচ্চনের বাড়ি ‘জলসা’য় যান মমতা। কেন? বাংলার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছিলেন অমিতাভ-জয়া। ‘জলসা’য় বিগ-বির হাতে রাখি বাঁধেন তৃণমূলনেত্রী। এর পরের গন্তব্যে ছিল উদ্ধব ঠাকরের বাসভবন ‘মাতশ্রী’। সেখানে দিয়ে মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও রাখি পরান তিনি। আগামিকাল, বৃহস্পতিবার শরদ পাওয়ারের বাড়িতে চা-চক্রেও যোগ দেবেন মমতা।
আরও পড়ুন: Gujarat: ‘ল্যান্ডার মডিউলের ডিজাইন আমারই’! নিজেকে ‘ইসরো’র বিজ্ঞানী দাবি করে গ্রেফতার…