ধর্ষণের পর নৃশংসভাবে তরুণীকে খুন, দুর্ঘটনার 'নাটক' সাজিয়ে পালানোর ছক যুবকের

 প্রাথমিকভাবে দুর্ঘটনা মনে হলেও তা যে সম্পূর্ণ উল্টো ঘটনা সেটা কে জানত। যদিও সঠিক ঘটনা জানার পর চোখ কপালে পুলিসের। রবিবার আসামের ডিব্রুগড় জেলায় এক মহিলাকে ধর্ষণ ও হত্যার অভিযোগে একজন ব্যক্তিকে গ্রেফতার করে পুলিস। ডিব্রুগড় থানা অফিসার-ইন-চার্জ রাজু ছেত্রী জানায়, ”এদিন সকালে দিব্রুগড় শহরের বাইপাসে এক মহিলার দেহ পাওয়া যায়। ৩৭ নম্বর জাতীয় সড়কে-এ পাওয়া যায় সেই মহিলার দেহ যা নৃশংসভাবে বিকৃত করার চেষ্টা করা হয়েছে।” 

Source link