দ্রাক্ষাক্ষেতে মালাবদল! ৯৩ বছরে ৬৭-র সুন্দরীকে বিয়ে মিডিয়া ব্যারন রুপার্টের…।Media magnate Rupert Murdoch marries for fifth time has married his girlfriend Elena Zhukova

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কী অসম্ভব জীবনীশক্তি! কী উচ্চস্তরের জীবনরসিক। নব্বইয়ে এসেও থামতে রাজি নন রুপার্ট মারডক। অনায়াসে তাই পঞ্চমবার বিয়ের পিঁড়িতে বসে গেলেন তিনি। ৯৩ বছর বয়সে এসে অম্লানবদনে পঞ্চমবার বিয়ে করলেন মিডিয়া মুঘল রুপার্ট। মারডকের পঞ্চম বিয়ের অনুষ্ঠান হয়েছে তার ক্যালিফোর্নিয়ার আঙুর বাগানে।

আরও পড়ুন: BJP Plans to Celebrate: ‘জেতা শুধু সময়ের অপেক্ষা’, এই ‘বিশ্বাসে’ লাড্ডুর হিমালয় নিয়ে ‘রেডি’ গেরুয়াশিবির…

কাকে বিয়ে করলেন রুপার্ট? রাশিয়ার অবসরপ্রাপ্ত মলিকিউলার বায়োলোজিস্ট এলেনা ঝুকোভাকে বিয়ে করছেন মারডক। এলেনা ঝুকোভার সঙ্গে মারডক আংটিবদল সেরেছিলেন অবশ্য আরও মাসতিনেক আগে, চলতি বছরের মার্চে। আর এর আগের কয়েক মাস ধরে ঝুকোভার সঙ্গে তিনি ঘনিষ্ঠ হয়েছিলেন বলে জানা গিয়েছে।

অভিনেত্রী এবং মডেল জেরি হলের সঙ্গে মারডকের চতুর্থ বিবাহের ছ’বছর পরে, ২০২২ সালে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়। মিডিয়া ব্যারন গত বছর সান ফ্রান্সিসকোর প্রাক্তন পুলিস চ্যাপ্লেন অ্যান লেসলি স্মিথের সঙ্গে অল্প সময়ের জন্য এনগেজড ছিলেন। ২০২৩ সালের মার্চে মার্কিন যুক্তরাষ্ট্রের ৬৬ বছর বয়সী অ্যান লেসলি স্মিথকে আংটি পরান মারডক। কিন্তু পরের মাসেই আসে সেই বাগদান ভেঙে যাওয়ার খবর। তাঁর অন্যান্য প্রাক্তন স্ত্রীরা হলেন অস্ট্রেলিয়ান ফ্লাইট অ্যাটেনডেন্ট প্যাট্রিসিয়া বুকার, স্কটিশ বংশোদ্ভূত সাংবাদিক আনা মান, মিস ডেং এবং মার্কিন মডেল ও অভিনেত্রী জেরি হল। বিয়ে পাঁচবার করলেও মারডক বাগদান সেরেছেন ছয়বার। 

এলেনা জুকোভা মস্কোর বাসিন্দা। ৬৭ বছর বয়সী এলেনা একজন অবসরপ্রাপ্ত আণবিক জীববিজ্ঞানী। তাঁর সঙ্গে রুপার্ট মারডক গত গ্রীষ্মে ডেটিং শুরু করেন। এই দম্পতির দেখা হওয়ার মূলে রয়েছেন রুপার্ট মারডকের তৃতীয় স্ত্রী ওয়েন্ডি ডেং। এলেনা ঝুকোভা রুশ বিলিয়নেয়ার আলেকজান্ডার ঝুকোভের প্রাক্তন স্ত্রী। মারডকের প্রাক্তন স্ত্রী চিনা বংশোদ্ভূত ওয়েন্ডি ডেংয়ের দেওয়া এক পার্টিতে এলেনা ঝুকোভার সঙ্গে প্রথম দেখা হয়েছিল মারডকের। সেই থেকে পরিচয়, তারপর প্রেম।

অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া মারডক সংবাদপত্র প্রকাশনার ব্যবসা শুরু করেন ২২ বছর বয়সে। ১৯৫০-এর দশকে অস্ট্রেলিয়ায় তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৬৯ সালে ব্রিটেনে নিউজ অফ দ্য ওয়ার্ল্ড এবং দ্য সান সংবাদপত্র কিনেছিলেন এবং নিউ ইয়র্ক পোস্ট এবং ওয়াল স্ট্রিট জার্নাল-সহ বেশ কয়েকটি মার্কিন প্রকাশনাও কিনেছিলেন। ১৯৯৬ সালে তিনি ফক্স নিউজ চালু করেন। ২০১৩ সালে নিউজ কর্প প্রতিষ্ঠা করেন। 

আরও পড়ুন: Gautam Adani: মুকেশ আম্বানিকে টপকে ভারতের সবচেয়ে ধনী এখন গৌতম আদানি…

২০২৩ সালেই রুপার্ট মারডক ঘোষণা করেন যে, তিনি তাঁর মিডিয়া সাম্রাজ্যের প্রধানের ভূমিকা থেকে সরে যাচ্ছেন।  গত বছর ফক্স ও নিউজ করপোরেশনের চেয়ারম্যান পদ ছাড়েন মারডক। তাঁর ছেলে লাচলান মারডককে এই দুই সংস্থার প্রধানের দায়িত্ব দেন। পরে ফক্স এবং নিউজ কর্পোরেশন উভয়ের চেয়ারম্যান এমেরিটাসের ভূমিকা গ্রহণ করেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link