জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দ্বিতীয় দফায় ভোটগ্রহণ তখন শেষ। ফের মাওবাদী হামলা ছত্তিশগড়ে! আইইডি বিস্ফোরণে প্রাণ হারালেন ইন্দো-তিব্বেটিন বর্ডার পুলিসের এক জওয়ান। ঘটনাস্থল, বিন্দ্রানওয়াগড় এলাকা।
আরও পড়ুন: Hariyana: ‘অসাংবিধানিক’, বেসরকারি চাকরিতে ভূমিপুত্রদের জন্য ৭৫ শতাংশ সংরক্ষণ খারিজ আদালতের
ছত্তিশড়ের রাইপুরে রেঞ্জের আইডি আরিফ শেখ জানিয়েছেন, ‘ভোট শেষ হওয়ার পর যখন স্থানীয় বাদে গোবরা বুথ থেকে ফিরছিলেন নিরাপত্তাবাহিনীর জওয়ানরা, তখন তাঁদের লক্ষ্য আইইডি বিস্ফোরণ ঘটায় মাওবাদীরা। বিস্ফোরণে প্রাণ হারান ইন্দো-তিব্বেটিন বর্ডার পুলিসের হেড কনস্টেবল যোগেন্দর সিং। বাকি জওয়ানরা অবশ্য ইভিএম নিয়ে নিরাপদেই গন্তব্যে পৌঁছন’।
One ITBP jawan lost his life in an IED blast carried out by Naxalites in Chhattisgarh’s Gariaband today.
Additional SP Gariaband, “The incident happened when the polling party was returning after voting concluded. The polling party reached Gariaband safely. The incident… pic.twitter.com/dTUnWWTQkg
— ANI (@ANI) November 17, 2023
ছত্তিশগড়ের এবার বিধানসভা ভোট হল ২ দফায়। প্রথম দফায় ভোট ছিল ৭ নভেম্বর, মঙ্গলবার। আজ, শুক্রবার দ্বিতীয় দফায় ১৯ জেলায় ৭০ বিধানসভা কেন্দ্রে ভোটের হার ৬৭. ৩৪ শতাংশ। এর আগে, ছত্তিশগড়ের ধারতাড়ি এলাকায় নিরাপত্তা বাহিনীর বিস্ফোরণ ঘটিয়েছিল মাওবাদীরা। সেবার কেউ হতাহত হননি। পরে ওই এলাকার থেকে ৫ কেজি বিস্ফোরক উদ্ধার করা হয়।
আরও পড়ুন: Murder in Train: চলন্ত ট্রেনে নৃশংস খুন! বিহারে মিলল বাংলার যুবকের দেহ…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)