দুর্ঘটনায় মরতে বসলেও পরিবারের আগে আমাকে জানাতে হবে! CEO-র আদেশে ‘কর্পোরেট’ তুলকালাম…| Manager Tells Workers To Call Him First During Plane Crash Sparks Outrage

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি বছরেই দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়ংকর বিমান দুর্ঘটনা ঘঘটে। চালক-ক্রু-সহ ১৮১ জনকে নিয়ে রানওয়ের উপর ভেঙে পড়ল বিমান ৷ দুর্ঘটনায় ১৭৯ জনেরই মৃত্যু হয়। এই দুর্ঘটনার পরই তাজ্জব করা হুলিয়া জারি করল দক্ষিণ কোরিয়ার এক সংস্থার ম্যানেজার।

কোরিয়ার এক জনপ্রিয় চা ফ্র্যাঞ্চাইজির স্টোর ম্যানেজার তাঁর কর্মচারীদের বিমান দুর্ঘটনায় তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার আগে তাঁকে জানানোর নির্দেশ দিয়েছেন। কোরিয়ায় মুয়ান বিমানবন্দরে প্লেনটি নামার সময় ক্র্যাশ করে যায়। এই ঘটনার পরই ম্যানেজার এই ঘোষণা জানান।

ম্যানেজার ডেগুতে শিনসেগে ডিপার্টমেন্ট স্টোরে গং চা কোরিয়ার ফ্র্যাঞ্চাইজিতে কাজ করেন। ওই সংস্থারই একজন ইন্টার্ন সোশ্যাল মিডিয়ায় এই নির্দেশিকার কথা জানান। তিনি জানান, ‘আজকের বিমান দুর্ঘটনা জানেন। ছুটির দিনে বিদেশ যাচ্ছেন কেউ কেউ। যদি এরকম কোনও ঘটনা ঘটে, তাহলে মা এবং বাবার সঙ্গে যোগাযোগ করার আগে আমাকে ‘একজন ইন্টার্ন নিয়োগ করুন’ বলে একটি বার্তা পাঠান। অনুপস্থিত থাকবেন না।’ ম্যানেজারের এই নতুন নির্দেশিকা ভাইরাল হওয়ার তুমুল বিতর্কের সৃষ্টি হয়। 

আরও পড়ুন:Major Train Accident: আগুনের গুজবে কোচ থেকে লাইনে ঝাঁপ! আর এক ট্রেনে কাটা পড়ে বেঘোরে মৃত ২০ যাত্রী…

এই নির্দেশিকা জানানোর পর সেই ইন্টার্ন আরও লেখেন যে, ‘দয়া করে কেউ টাকা খরচ করে গং চাকে সমর্থন করবেন না। এইভাবে কেউ কোনও কর্মচারীকে কীভাবে এই কথা বলতে পারে। একজন প্রাপ্তবয়স্ক হিসাবে, আপনি লজ্জা বোধ করেন না? এটা খুবই হৃদয়হীন।’ ইন্টার্ন আরও যোগ করেন যে, ম্যানেজারের বার্তাটি সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল না। কারণ তিনি নিয়মিতভাবে কর্মচারীদের অপমান করেন।

সোশ্যাল মিডিয়ায় এই পোস্টটি ভাইরাল হওয়ার পর ম্যানেজার বিরুদ্ধে বিতর্কের ঝড় ওঠে। তারপর ওই ম্যানেজার ক্ষমা চেয়েছেন বলে জানা যায়। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link