জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্টেশন মানেই হুড়োহুড়ি। সবাই ছুটে চলেছে নিজের গন্তব্যের দিকে। বিশেষ করে লোকাল ট্রেনে ওঠার সময় নিত্য যাত্রীদের হুড়োহুড়ি তো লেগেই থাকে। এই রকম অবস্থায় দুর্ঘটনার ভয় তো লেগেই থাকে এবার সেই ভয়-ই হয়ে গেল সত্যি। জানা গিয়েছে, লোকাল ট্রেন ধরতে গিয়ে পদপিষ্টের পরিস্থিতি তৈরি হয়। দুর্ঘটনায় ৯জন গুরুতরভাবে আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে মুম্বইয়ে বান্দ্রা-গোরখপুর এক্সপ্রেস ছাড়ার আগে প্ল্যাটফর্ম নম্বর ১-এ। আহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
রবিবার সকাল ৫.৫৬-তে মুম্বইয়ের জনপ্রিয় স্টেশন বান্দ্রা টার্মিনাসে ঘটে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) জানিয়েছে যে দীপাবলির জন্য ছুটিতে বাড়ি ফিরছিল একাধিক মানুষ। ফলে উপচে পড়া ভিড়ের সৃষ্টি হয়। তাড়াতাড়ি বাড়ি যাওয়ার তাগিদে ট্রেনে উঠতে গিয়ে যাত্রীরা রীতিমত একে উপরের ঘাড়ে উঠে যায়। ফলে পদপিষ্টের পরিস্থিতির তৈরি হয়ে যায়। ট্রেন নং ২২৯২১, বান্দ্রা থেকে গোরখপুরে নিয়মিত যাতায়াত করে, প্ল্যাটফর্ম ১-এ এসে পৌঁছায়।
ঘটনার ভিডিয়োতে দেখা গিয়েছে, প্ল্যাটফর্মের মেঝেতে রক্ত। রেলওয়ে পুলিস এবং অন্যান্য যাত্রীরা স্ট্রেচারে আহত ব্যক্তিদের সাহায্য করতে দেখা যায়। একটি ভিডিয়োতে দেখা যায় একজন রেল অফিসার আহত যাত্রীকে কাঁধে নিয়ে যাচ্ছেন। আরেকটিতে, প্ল্যাটফর্মের মেঝেতে দুই ব্যক্তি শুয়ে আছেন, তাদের জামাকাপড় রক্তে মাখা। কাছাকাছি, একটি বেঞ্চে একজন লোক বসেছিল, তার শার্ট ছেঁড়া।
আরও পড়ুন:Good touch and Bad touch: স্কুলে বাচ্চাদের ‘ভালো স্পর্শ’ ও ‘খারাপ স্পর্শ’ শেখাতে গিয়ে বেরিয়ে এল কেউটে!…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)