দিল্লিতে কুপিয়ে খুন করা হল ১৬ বছরের যুবককে, তদন্তে পুলিস…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিউ দিল্লিতে ঘটে গেল চাঞ্চল্যকর ঘটনা। এক কিশোরকে কুপিয়ে খুনের অভিযোগ একদল ছেলের বিরুদ্ধে। পুলিস সূত্রে জানা যায়, মুস্তাফাবাদ নেহেরু বিহার এলাকার বাসিন্দা ১৬ বছরের এক কিশোরকে ছুরি দিয়ে কুপিয়ে খুন করা হয়েছে। এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে একদল ছেলে। এমনই জানানো হয়েছে পুলিসের তরফ থেকে। আহত ওই কিশোরকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয় জগ প্রবেশ হাসপাতালে। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কেন এমন ঘটনা ঘটল, কারা রয়েছেন তার তদন্তে পুলিস। 

আরও পড়ুন: Gujarat: মর্মান্তিক! গুজরাতে হুড়মুড়িয়ে ভাঙল নির্মীয়মাণ বুলেট ট্রেনের সেতু, আটকে একাধিক শ্রমিক…

চলতি মাসেই ১ তারিখ, এক ৩৮ বছর বয়সী ব্যক্তিকে এইভাবেই কুপিয়ে খুন করা হয়েছিল। ঘটনাটি ঘটেছিল পূর্ব দিল্লির হস্তসালে। মৃত ওই ব্যক্তির নাম গগণ ওবেরয়। পেশায় তিনি ছিলেন প্রপার্টি ডিলার। তাঁকেও একদল মিলে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করেছিল।

আরও পড়ুন: Teacher Recruitment Scam: নিয়োগে ব্যাপক দুর্নীতি, চাকরি হারাতে পারেন ২৪০০০ শিক্ষক-শিক্ষিকা 

অক্টোবরের শেষেও এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দুই যুবককে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছিল চার নাবালকের বিরুদ্ধে। পুলিস সূত্রে জানা যায়, জোরে বাইক চালানো নিয়ে বচসা হয়েছিল। যা ক্রমে হাতাহাতিতে গড়ায়। বচসার মাঝেই পকেট থেকে ছুরি বার করে দুই বাইক আরোহীকে কোপায় অভিযুক্তেরা। পুলিস চার জনকেই হেফাজতে নিয়েছে। দুই যুবককে উদ্ধার করে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকেরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের মধ্যে দু’জনের বয়স ১৫। এ ছাড়া, এক জন ১৩ এবং এক জন ১৬ বছর বয়সি কিশোর। তাদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। জুভেনাইল জাস্টিস আইনে তাদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link