জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: হাত ফসকে মন্দিরের দানবক্সে বা ‘হুন্ডি’তে পড়ে গেল আইফোন। তিনি আশা করেছিলেন যে এই ঘটনা কর্তৃপক্ষকে জানালে, সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু কর্তৃপক্ষের প্রতিক্রিয়ায় একেবারে হতবাক সেই ভক্ত। জানা গিয়েছে, দীনেশ নামে যুবক গিয়েছিলেন তামিলনাড়ুর রুপরুরের শ্রী কাণ্ডাস্বামী মন্দিরে পুজো দিতে। সেখানে টাকা দিতে গিয়ে ভুল করে দানপাত্রে ফোন ফেলে দেন তিনি।
সঙ্গে সঙ্গে তিনি এই ঘটনা মন্দির কর্তৃপক্ষকে জানান। তিনি ভেবেছিলেন, মন্দির কর্তৃপক্ষের সাহায্যে আইফোন ফিরে পাবেন। কিন্তু মন্দিরের প্রতিক্রিয়া হতবাক তিনি। মন্দির কর্তৃপক্ষ তাঁকে সাফ জানিয়ে দেয়, ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, ঈশ্বরের প্রতি যা কিছু অর্পণ করা হয়, সে সবই ঈশ্বরের জিনিস হয়ে যায়। ফলে ফোন ফেরত দেওয়া যাবে না।’
আরও জানা গিয়েছে, মন্দিরের ঐতিহ্য অনুযায়ী প্রতি দুই মাসে মাত্র একবার দান বাক্স খোলা হয়। এই ঘটনায় দীনেশ কর্তৃপক্ষের কাছে একটি অভিযোগ দায়ের করেন। দান বাক্স কখন খোলা হবে তা জানানোর জন্য অনুরোধ করেন। অবশেষে শুক্রবার যখন মন্দির কর্তৃপক্ষ দানবাক্স খোলে। খবর পেয়ে দীনেশ তার ফোন উদ্ধার করতে সেখানে ছুটে যান। তবে লাভ হয়নি। মন্দির কর্তৃপক্ষ জানায়, শুধু আইফোন মন্দিরের হেফাজতে থাকবে। তবে সিম কার্ড এবং ফোন থেকে যেকোনও গুরুত্বপূর্ণ তথ্য ডাউনলোড করতে পারবেন।
আরও পড়ুন:Civic Volunteer Death: প্রায় ৩ দিন ধরে নিখোঁজ! নদীর চরে মিলল সিভিক ভলান্টিয়ারের নিথর দেহ…
তবে ফোন ফেরত না দেওয়া হলেও তাঁকে সেই ফোন থেকে নিজের প্রয়োজনীয় তথ্যগুলি সংগ্রহ করে নেওয়ার অনুমতি দেওয়া হবে বলে জানায় মন্দির কর্তৃপক্ষ। মন্দিরের দাবি, ১৯৭৫-এর আইন অনুযায়ী যা কিছু ওই বাক্সে প্রণামী হিসাবে পড়বে, তা সবই মন্দির কর্তৃপক্ষের। আর সেই আইন অনুযায়ী, যুবকের আইফোনও মন্দিরের সম্পত্তি। সুতরাং তা ফেরত দেওয়া সম্ভব নয়।
এমনকি বিষয়টি কর্ণাটকের মন্ত্রী পিকে সেকার বাবুর কাছে পৌঁছলে, তিনি বলেছিলেন যে কোনও মন্দিরের দান বাক্সে জমা করা কোনও জিনিস, তা ইচ্ছাকৃত বা দুর্ঘটনাবশত যাই হোক না কেন, দেবতার অ্যাকাউন্টের অংশ হয়ে যায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)