থিকথিকে ভিড়ের মধ্যে বেপরোয়া গাড়ি! নির্বিচারে পিষল, নিহত শিশু-সহ ২…| Saudi man arrested for German Christmas market attack that killed 2 injured 68

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্রিসমাস মার্কেটে ভিড়ের মধ্যে ধেয়ে এল বেপরোয়া গাড়ি। গাড়ি এই হামলার ঘটনা ঘটেছে জার্মানিতে। দেশটির সাক্সেন-আনহাল্ট রাজ্যের রাজধানী মাগডেবুর্গে স্থানীয় সময় গতকাল শুক্রবার সন্ধ্যায় এ হামলার ঘটনা ঘটেছে। ঘটনায় শিশু-সহ ২জন নিহত এবং ৬৮ জন আহত হয়েছেন।

ইতোমধ্যেই জার্মান পুলিস সৌদি আরবের ৫০ বছর বয়সী ডাক্তারকে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, তিনি একজন মনোরোগ বিশেষজ্ঞ। তাঁর নাম জানা যায়নি। ২০০৬ সাল থেকে তিনি জার্মানিতে থাকছেন।

২৫ ডিসেম্বর বড়দিনের আগে ইউরোপজুড়ে ছোট–বড় শহরে ‘ক্রিসমাস মার্কেট’ প্রাচীন ঐতিহ্য। বড়দিনের আগে উৎসবমুখর পরিবেশে এসব মার্কেটে হাতে তৈরি নানা সামগ্রী থেকে শুরু করে শীতকালীন বস্ত্র, কেকজাতীয় খাবার বা মিষ্টান্ন ও নানা ধরনের পানীয় পাওয়া যায়। এ ছাড়া সংগীতানুষ্ঠান হয়ে থাকে।

আরও পড়ুন:Local Train: রেলের বড় আপডেট! উইকেন্ডে বাতিল একগুচ্ছ ট্রেন, জেনে নিন…

শুক্রবার সন্ধ্যেবেলা ঠিক সেই রকমই মাগডেবুর্গ শহরে ‘ক্রিসমাস মার্কেট’ জমজমাট হয়ে উঠেছিল। সন্ধ্যা ৭টার কিছু পরেই একজন গাড়িচালক অসংখ্য মানুষের মধ্য দিয়ে মার্কেটের ভেতরে প্রায় ৪০০ মিটার পথ গাড়ি চালিয়ে নিয়ে যান। ঘাতক গাড়ির চাকায় পিষে যান বহু মানুষ। পুলিসের প্রাথমিক অনুমান যে, ইচ্ছাকৃতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। গাড়ির চালক সৌদি আরবের বাসিন্দা হলেও দীর্ঘ দিন জার্মানিতেই প্রবাসী হিসাবে থাকছিলেন। কী কারণে এই ‘হামলা’ তিনি করলেন, তা এখনও স্পষ্ট নয়। 

অন্যদিকে, মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পুলিস আরও বলেছে, এই হামলাকারী জঙ্গিবাদী কি না, সে বিষয়ে তাদের কাছে কোনও তথ্য নেই। তবে তদন্ত চলছে।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link