সেলিম রেজা ও মোহাম্মদ আলী সুমন,ঢাকা: বদলের বাংলাদেশে এবার ধর্ষণবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিসের সংঘর্ষ। আহত হলেন উভয়পক্ষেরই বেশ কয়েকজন। ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে ধুন্ধুমার কাণ্ড।
আরও পড়ুন: Pakistan Train Hijack: পাকিস্তানে আস্ত ট্রেন হাইজ্যাক বালোচ বিদ্রোহীদের, মৃত ৬, পণবন্দি শতাধিক যাত্রীকে উড়িয়ে দেওয়ার হুমকি…
বাংলাদেশের ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে পথে ধর্ষণবিরোধী মঞ্চ। ঘড়িতে তখন তিনটে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে র সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের সামনে থেকে মিছিল করে বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যাচ্ছিলেন সংগঠনের সদস্যরা। হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে তাঁদের বাধা দেয় পুলিস। এরপর প্রথমে বচসা, তারপর পুলিস ও বিক্ষোভকারীদের মধ্য়ে সংঘর্ষ বেঁধে যায়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম জি ২৪ ঘন্টার বাংলাদেশ প্রতিনিধিকে বলেন, ‘ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ প্লাটফর্মের সদস্যদের প্রধান উপদেষ্টার কার্যালয়ে যাওয়ার কথা ছিলো। কিন্তু তা না করে প্রধান উপদেষ্টার বাসভবনের দিকে রওনা দেন তাঁরা’। জানান, ‘প্রধান উপদেষ্টার বাসভবন ও লাগোয়া এলাকায় ১৪৪ ধারা জারি থাকে। সেকারণেই হোটেল ইন্টারকন্টিনেন্টালের বিক্ষোভকারীদের আটকায় পুলিস’।
উপ-পুলিশ কমিশনারের দাবি, ‘বিক্ষোভকারীদের প্রতিনিধি দল নিয়ে প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দিতে বলা হয়। কিন্তু ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন তাঁরা। একজন পুলিসকর্মীদের উপরে চড়াও হন। বাধ্য হয়ে লাঠিচার্জ করতে বাধ্য করে পুলিস’।
এদিকে মিছিলে অংশগ্রহণকারীদের বক্তব্য, ‘সারা বাংলাদেশে অব্যাহতভাবে খুন-ধর্ষণ-নিপীড়নের ঘটনা ঘটছে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণ ব্য়র্থ’। স্রেফ স্বরাষ্ট্র উপদেষ্টাকে অপসারণই নয়, ধর্ষণ ও নিপীড়নের মামলা দ্রুত বিচারের জন্য ট্রাইব্যুনাল গঠনেরও দাবি তুলেছেন বিক্ষোভকারীরা। একই সঙ্গে সাম্প্রতিক ধর্ষণের ঘটনাসহ সব ধর্ষণকাণ্ডের বিচার, অংশীজনদের অংশগ্রহণে ধর্ষণ ও নিপীড়ন প্রতিরোধের আইনসমূহের যৌক্তিক সংস্কার, কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নিপীড়নবিরোধী সেল আইন করে কার্যকর করার দাবিও জানান তারা।
আরও পড়ুন: Sky In March: মহাজাগতিক মার্চ! এই মাসেই চলতি বছরের প্রথম চন্দ্র ও সূর্যগ্রহণ! সঙ্গে আকাশ জুড়ে অপার্থিব আলোর উদ্ভাস…
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)