ঝুলিতে রয়েছে পিএইচডি; পড়াতেন বিশ্ববিদ্যালয়ে, এখন বাড়ি বাড়ি সবজি বেচেন ড. সন্দীপ |Man in Punjab with PhD degree sells vegetables to mentain his family

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তাঁর ঝুলিতে রয়েছে চারটি মাস্টার ডিগ্রি, পিএইচডি। রাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে পড়িয়েছেন ১১ বছর। সবকিছু ছেড়েছুড়ে দিয়ে এখন বাড়িতে বাড়িতে সাইকেল ভ্যান চালিয়ে সবজি বিক্রি করেন ড. সন্দীপ সিং। নিজের ট্রলিতে লিখে রেখেছেন তাঁর ডিগ্রি। এমন মানুষকে দেখে আশ্চর্য হয়ে যান মানুষজন।

আরও পড়ুন- কৃষ্ণগহ্বরের খোঁজে ইসরো, শ্রীহরিকোটা থেকে মহাকাশে পাড়ি দিল এক্সপোস্যাট

কেন চাকরি ছেড়ে রাস্তায়? ড. সন্দীপ সিংয়ের বক্তব্য, বিশ্ববিদ্যালয়ের চাকরি পোষাচ্ছিল না। আসলে পাতিয়ালায় পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী অধ্যাপক ছিলেন। সেখানে টানা ১১ বছর পড়িয়েছেন সন্দীপ। কিন্তু বেতন তো কম ছিলই। তার উপরে সেই বেতনও ছিল অনিয়মিত। তাই সংসদার খরচ চালাতে তিনি সবজি বিক্রির পথই বেছে নিয়েছেন।

আইনে ডক্টরেট করেছেন সন্দীপ। তার আগে তিনি পাঞ্জাবী সাহিত্য, সাংবাদিকতা, পলিটিক্যাল সায়েন্স ও আইনে মাস্টার ডিগ্রি করেছেন। এরপর পঞ্জাব বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী অধ্যাপকের কাজে যোগ দিলেও কখনও বেতন কমিয়ে দেওয়া হতো, আবার কখনও সময়ে হতো না বেতন। সন্দীপ বলেন, বিশ্ববিদ্যালয়ের চাকরি করে আর সংসার চালানো সম্ভব হচ্ছিল না। তাই পরিবারের জন্য পেশ বদল করলাম। এখন আমি সবজি বিক্রেতা।

চাকরি ছেড়ে এখন বাড়ি বাড়ি গিয়ে সবজি বিক্রি করেন সন্দীপ। এখন সেই অভাবটা নেই। সন্দীপ বলেন, অধ্যাপক হিসেবে যে আয় করতাম তার থেকে অনেক বেশি টাকা আয় করে এখন। এখন দিনের শেষ কাজ সেরে ফিরে যাই। তার পর পড়তে বসি। তবে চাকরি ছাড়ার পরও পড়াশোনার মধ্যে থাকার আশা ছাড়েননি সন্দীপ। চেষ্টা করছেন টাকা জমিয়ে একদিন টিউশন খুলবেন।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link