জামায় গ্রাফিটি! ৮০ ছাত্রীকে বিবস্ত্র করে স্কুল থেকে ভরা রাস্তায় ঠেলে দিল প্রিন্সিপাল…| Jharkhand Principal Sends 80 Girls Home Without Shirts For Writing On Them

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্কুল জীবনের শেষ দিন মানেই মন খারাপ।তাই এই দিনটি মনে রাখার জন্য দশম এবং দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা এক অন্যরকম পন্থা নিয়েছে। সম্প্রতি বহু স্কুলেই দেখা যায়, প্রত্যেক পড়ুয়া নিজেদের বন্ধুর স্মৃতি ধরে রাখার জন্য সবাই সবার স্কুল ইউনিফর্মে সই করে থাকে। আর এইসব কাণ্ডে কোনও শিক্ষক-শিক্ষিকাই নজর দেয় না। সেই রকমভাবেই এক স্কুলের দশম শ্রেণীর ছাত্রীরাও মেতে ছিলেন সই করাতে। কিন্তু তারপরই হঠাত্‍ গেল বদলে সেই স্কুলের আবহাওয়া।

বেসরকারি স্কুলের প্রিন্সিপাল দশম শ্রেণীর ছাত্রীদের কাণ্ডকারখানায় গেলেন ক্ষেপে। যার জেরে ঘটালেন জঘন্য ঘটনা। জানা গিয়েছে, পরীক্ষার শেষদিন একাধিক দশম শ্রেণীর ছাত্রী একে অপরের ইউনিফর্মে সই করতে ব্যস্ত। স্কুলের প্রিন্সিপাল তা দেখে কঠিনতম শাস্তি দিলেন তাদের। একাধিক দশম শ্রেণীর ছাত্রীকে শার্ট খুলে বাড়ি যেতে বাধ্য করলেন প্রিন্সিপাল। কমপক্ষে ৮০ জন ছাত্রীকে তিনি শার্ট খুলে ব্লেজার পরে বাড়ি ফিরতে বাধ্য করেন বলে অভিযোগ। এই ঘটনা সামনেই তোলপাড় পরিস্থিতি। ঘটনাটি ঘটে, ঝাড়খণ্ডের ধানবাদ জেলার একটি বেসরকারি স্কুলে। ধানবাদের ডেপুটি কমিশনার (ডিসি) মাধবী মিশ্র জানিয়েছেন, শুক্রবার জোরাপোখার থানার অন্তর্গত দিগওয়াদিহের একটি নামকরা স্কুলে ঘটনাটি ঘটেছে।

আরও পড়ুন:Hooghly: পরকীয়া বা জমি নয়, সামান্য গেড়ি-গুগলির জন্য হুগলিতে চলল গুলি! মা-ছেলে…

পড়ুয়াদের অভিভাবক অভিযোগ তোলেন যে, ছাত্রীরা পরীক্ষা শেষে ছাত্রীরা আবেগপ্রবণ হয়ে মজা করেছিলেন। একে অপরের শার্টে লিখে দিচ্ছিলেন নানা বার্তা। তখনই তাদের ডেকে চড়া সুরে ধমক দেন। প্রিন্সিপালের নির্দেশ মতো শার্ট খুলে, শুধুমাত্র ব্লেজার পরে বাড়ি যায় তারা। অন্ততপক্ষে ৮০ জন দশম শ্রেণির ছাত্রী শার্ট ছাড়া, শুধুমাত্র ব্লেজার পরে যায়। এরপরই স্কুলের সামনে বিক্ষোভ দেখান অভিভাবকরা। প্রিন্সিপালের বিরুদ্ধে অভিযোগ জানান পুলিস ও জেলাশাসকের কাছে।  

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link