জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারিতে তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জশিট সিবিআইয়ের Chargesheet against Tejashwi Yadav, Lalu and Rabri in land-for-jobs scam by CBI

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চাকরির বিনিময়ে জমি নিয়েছেন? বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জশিট দিল সিবিআই। রেহাই পেলেন না লালুপ্রসাদ ও তাঁর স্ত্রী রাবড়িদেবীও। চার্জশিট জমা পড়েছে দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে। শুনানি কবে? জানানো হয়নি এখনও।

আরও পড়ুন: Anil Ambani: এবার ইডি দফতরে হাজিরা দিতে হল আম্বানিকে!

২০০৪ থেকে ২০০৯। কেন্দ্রের প্রথম ইউপিএ সরকারের রেলমন্ত্রী ছিলেন লালুপ্রসাদ যাদব। অভিযোগ, তখন জমির বিনিময়ে রেলে গ্রুপ ডি পদে চাকরি পেয়েছিলেন বিহারের বহু যুবক। কীভাবে? অভিযোগের তির লালুর স্ত্রী, বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়িদেবী ও তাঁদের দুই মেয়ে মিসা ও হেমার দিকেই। সেই মামলাতেই এবার দিল্লির  রাউস অ্যাভিনিউ কোর্টে চার্জশিট জমা দিলেন সিবিআই।

এর আগে, গত বছরের মে মাসে জমির বিনিময়ে চাকরি কেলেঙ্কারিতে পটনা, দিল্লি-সহ দেশের ১৫টি জায়গায় তল্লাশি চালিয়েছিল সিবিআই। এরপর অগস্টে অভিযান চলে একাধিক আরজেডি নেতার বাড়িতে।

এদিকে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। ২০২৪-র বিজেপির বিরুদ্ধে জোট বাঁধছে বিরোধীরা। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের ডাকে পাটনায় বৈঠক করেছে ১৭টি বিরোধী দল।  সেই বৈঠকে ছিলেন লালু প্রসাদ যাদবও।

আরও পড়ুন: Gujarat: প্রেমিকের সঙ্গে ঘর বাঁধতে সন্তানকে খুন, ‘দৃশ্যম’ ছবি দেখে দেহ লোপাট মায়ের

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

Source link