ছাতা কেড়ে মহিলাকে বৃষ্টি ভেজালেন পাকিস্তানের প্রধানমন্ত্রী! Pakistan PM Shehbaz Sharif Takes Away Umbrella From Female Staff

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ডেস্ক: তখন অঝোরে বৃষ্টি পড়ছে। মাথায় যিনি ছাতা ধরেছিলেন, তাঁর হাত থেকে ছাতাটি নিয়ে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ! তারপর? হনহনিয়ে হাঁটা দিলেন। বৃ্ষ্টিতে ভিজে গেলেন ওই তরুণী। ভিডিয়ো ভাইরাল।

ঘটনাটি ঠিক কী? নিউ গ্লোবাল ফাইন্যান্সিং প্যাক্ট সামিট অনুষ্ঠিত হচ্ছে প্যারিসে। সেই সম্মেলনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের তিনশোরও বেশি প্রতিনিধি। বাদ যায়নি পাকিস্তানও। ২ দিনের সফরে ফ্রান্সে গিয়েছেন খোদ পাক-প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

আরও পড়ুন: Indian Railway: মোদী সফরে বড় চমক! মার্কিন সহযোগীতায় সেজে উঠবে ভারতের রেল পরিকাঠামো

পাক-প্রধানমন্ত্রীর দফতরের ট্যুইটার হ্যান্ডল থেকে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছে। ভিডিয়ো-তে দেখা যাচ্ছে, সম্মেলনে যোগ দিতে যাওয়ার সময়েমুষলধারায় বৃষ্টি হচ্ছে। গাড়ি থেকে নামতেই শেহবাজের দিকে ছাতা হাতে এগিয়ে যান এক তরুণী। এর কিছুক্ষণ পরেই তাঁর হাত থেকে ছাতাটি নিয়ে সম্মেলন স্থলের দিকে হাঁটা লাগান পাকিস্তানের প্রধানমন্ত্রী! আর ওই তরুণীকে দেখা যায় বৃষ্টিতে ভিজতে।

এদিকে ভিডিয়োটি এখন রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে। আন্তর্জাতিক সম্মেলনে গিয়ে পাক-প্রধানমন্ত্রী এমন আচরণে নিন্দায় সরব নেটিজেনদের একাংশ। বৃষ্টির মধ্যে কেন মহিলাকে একা ফেলে রেখে গেলেন শরিফ? প্রশ্ন উঠেছে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

Source link