জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মহাকুম্ভে আসা ভক্তদের দিলেন এক চমকপ্রদ উপহার। এবার দোতলা বাসে বসে রোস্তরাঁয় খেতে খেতেই মহাকুম্ভের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার ব্যবস্থা করেছেন তিনি। ভক্তদের নিরাপত্তায় কোনরকম ত্রুটি রাখেননি তিনি। এইরকম উদ্যোগ এই রাজ্যে প্রথম। এমনিতেই গোটা বিশ্বে সাড়া ফেলেছে এই বছরের মহাকুম্ভ, তার ওপর এই দুর্দান্ত উপহার এনেছে এক চমক।
আরও পড়ুন: Liquor Shops Closed: ফেব্রুয়ারিতে ৪ দিন বন্ধ থাকছে রাজ্য়ের সব মদের দোকান, হঠাত্ কী হল!
মহাকুম্ভের খবর যাতে সারা বিশ্বের কাছে পৌঁছে যায় তার জন্য একটি মিডিয়া সেন্টার তৈরি করা হয়েছে উত্তর প্রদেশে। দেশ-বিদেশ থেকে আসা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের জন্য সমস্ত ধরনের সুবিধা রাখা হয়েছে সেখানে। বাসে রয়েছে সব রকমের ব্যবস্থাই, কম্পিউটার থেকে ইন্টারনেট সকল জিনিসেরই ব্য়বস্থা রাখা হয়েছে সেখানে; এর নাম রাখা হয়েছে ‘পাম্পকিন’। এবার সেখানে লক্ষ্য করা যাচ্ছে নতুন একটি উদ্যোগ। আসা করা যাচ্ছে আরও ভক্তের সমাগম হবে এই স্থানে। আসা করা যাচ্ছে আগামী দিনে কাশী, মথুরা, অযোধ্যার মতো ধর্মীয় স্থানগুলোতেও এই ব্যবস্থা চালু করা হবে। কুম্ভতে আসা সকল ভক্তদের কথা ভেবেই প্রতিটি খাবারের দাম নির্ধারণ করা হয়েছে, ফলে সকলের সাধ্যের মধ্যে এই খাবার। এছাড়াও সেখানে আছে এক চমক, মিডিয়া সেন্টারের সাংবাদিকদের জন্য থাকছে বিশেষ ছাড়। বাসের ভিতরে ও বাইরে লাগানো হয়েছে বড় এলইডি স্ক্রিন, কুম্ভমেলার নানান ছবি ও ভিডিও দেখানো হচ্ছে সেখানে। এই সকল আয়োজনে বেজায় খুশি ভক্তরাও।
#WATCH | Prayagraj, UP: State’s first double-decker bus restaurant opened in Maha Kumbh city. (21.01) pic.twitter.com/gZVqKFDYRX
— ANI (@ANI) January 22, 2025
আরও পড়ুন: R G Kar Case: শিয়ালদহ আদালতে সঞ্জয়ের যাবজ্জীবন, সুপ্রিম কোর্টে আজ আর জি কর মামলার শুনানি
এই রেস্তরাঁটির একটি প্রধান বিশেষত্ব হল, এখানে খেতে খেতেই উপভোগ করা যাবে প্রয়াগারাজের মহাকুম্ভের অপরূপ সৌন্দর্য এবং এতেই বেজায় খুশি মহাকুম্ভে আসা সকল ভক্তরা। বাসটির নিচের তলায় থাকছে রান্নাঘর। তার উপরের অংশেই রয়েছে বসে খাওয়ার ব্যবস্থা; এখানে একসঙ্গে ২৫ জন বসে খাওয়াদাওয়া করতে পারবেন বলে জানাচ্ছেন তাঁরা। তবে এখানে আসা আমিষ প্রিয় ভক্তদের জন্য আছে দুঃসংবাদ, এই বিশেষ রেস্তরাঁতে শুধুই মিলবে নিরামিষের নানা পদ। যাঁরা উপোস করছেন তাঁদের কথা ভেবেই তৈরি করা হয়েছে এই বিশেষ থালি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)