চলন্ত বাইকে বরকে জুতো খুলে পেটাচ্ছেন বউ! যোগীরাজ্যের ঘটনায় তোলপাড় নেটপাড়া…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলন্ত বাইকে বরকে জুতো খুলে বেধড়ক পেটাচ্ছেন বউ! উত্তরপ্রদেশের রাজধানী লখনউেয়র এই ভিডিয়ো ঘিরে এখন নেটপাড়ায় বিস্তর চর্চা শুরু হয়ে গিয়েছে। স্বামী-স্ত্রীর ঝামেলার জেরেই যে এই ঘটনা ঘটেছে,তা আর আলাদা করে বলে দেওয়ার কোনও প্রয়োজন নেই। তবে প্রকাশ্য রাস্তায় ভরা দিবালোকে ঘটে যাওয়া এই ঘটনা, নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি পারিবারিক বিবাদ নিয়ে রীতিমতো উদ্বেগজনক। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ২১ সেকেন্ডের এই ক্লিপ ব্যাপক শেয়ার হচ্ছে এখন….

আরও পড়ুন: বিয়ে হয়েছিল মাত্র তিনদিন আগেই! রাজযোটকের মতোই মৃত্যুপথে নবদম্পতি, পড়ে রইল সংসার…

ভিডিয়োতে দেখা যাচ্ছে যাত্রীর আসনে বসা মহিলা তাঁর স্বামীকে চটি দিয়ে পিটিয়েই চলেছেন এবং তার সঙ্গে তিনি তারস্বরে চিৎকারও করছেন। তবে নিপীড়ত স্বামী বাইক চালানোর উপরেই মনোযোগ দিয়েছিলেন। এই মর্মান্তিক ফুটেজটি দম্পতির পিছনে থাকা কেউই রেকর্ড করেছেন বলে জানা গিয়েছে। যদিও ঝগড়ার কারণ এখনও জানা যায়নি। তবে এই ভিডিয়ো তীব্র বিতর্কের জন্ম দিয়েছে এবং নেটিজেনরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই প্রকাশ্যে সহিংসতার প্রদর্শনের তীব্র নিন্দা করেছেন। কেউ কেউ গুরুতর দুর্ঘটনার সম্ভাবনার কথাও তুলে ধরেছেন।

‘লখনউয়ের কালিশ অন হুইলসের সর্বশেষ পর্ব: চলন্ত বাইকে স্বামীকে লাইভ থাপ্পড় মারছেন স্ত্রী। হেলমেট নেই, আশা নেই, 4K তে কেবলই নিখাদ ঘরোয়া নাটক’! লিখেছেন এক নেটিজেন। এই কাজের সম্ভাব্য পরিণতি তুলে ধরে আরেক ব্যক্তি লিখেছেন,’এটি সহজেই দুর্ঘটনার দিকে যেতে পারত’! ‘মোটেই ভালো বিষয় নয়। দুর্ঘটনা ঘটতেই পারেত’ প্রতিধ্বনিত হয়েছে আরেক ইউজারের প্রতিক্রিয়ায়। কেউ আবার লিখলেন ‘কিছু বিয়ে ভয়ের।’ ‘স্ত্রীর সঙ্গে প্রতারণার প্রতীক হিসেবে যদি কোনও মুখ থাকত’! হাস্যরসও খুঁজে পেয়েছেন কেউ। নিরাপত্তার প্রশ্ন তুলে এক ইউজার লিখলেন, ‘শারীরিক নির্যাতনের পাশাপাশি, এই মহিলা তাঁদের জীবন এবং রাস্তায় অন্যদের জীবনও বিপন্ন করছেন। তাঁর বিরুদ্ধে মামলা করা উচিত। আমি আশা করি বেচারা স্বামী শীঘ্রই স্ত্রীর হাত থেকে মুক্তি পাবেন। ‘আরেকজন ইউজার আরেক ধাপ এগিয়ে লিখলেন, ‘হেলমেটের গুরুত্ব এখানেই’… বোঝাই যাচ্ছে যে এই ঘটনায় কী প্রভাবই না পড়েছে নেটপাড়ায়…

আরও পড়ুন: ভারতীয় হিন্দু থেকে দেশভাগ! ‘গোপন’ ডায়েরিতে পাকিস্তান নিয়ে ‘ISI-চর’ জ্যোতি লিখেছেন…
 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

Source link