জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গলির মধ্যে ঘিরে ধরে গুলি। মুহূর্তে লুটিয়ে পড়লেন আমাজনের সিনিয়র ম্যানেজার। উত্তরপূর্ব দিল্লির ভজনপুরার ওই ঘটনায় আহত আরও একজন। কেন এমন হামলা তা নিয়ে এখনও অন্ধকারে পুলিস। নিহত ওই অ্যামাজন কর্মীর নাম হরপ্রীত সিং। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ৫ দুষ্কৃতী দুটি বাইকে চড়ে এসে গুলি চালিয়ে উধাও হয়ে যায়।
আরও পড়ুন-যাদবপুরে সিসিটিভি বসানোর জন্য অর্থ মঞ্জুর করল শিক্ষা দফতর
হাসপাতালের তরফে জানানো হয়েছে হরপ্রীতের মাথার ডান দিক দিয়ে গুলি ঢুকে অন্য পাশ দিয়ে বেরিয়ে যায়। মৃত অবস্থাতেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হরপ্রীতের সঙ্গে তার বাইকে ছিলেন তার সম্পর্কে মামা গোবিন্দ সিং(৩২)। তিনি আপাতত ভালো আছেন। চলাফেরাও করছেন। তাঁরও মাথায় গুলি করে হামলাকারীরা। তিনিই জানিয়েছেন গোটা ঘটনা। কেন এমন হামলা, বুঝে উঠতে পারছেন না পরিবারের লোকজনও।
#WATCH | Delhi | A 36-year-old man – Harpreet Gill – shot dead in Subhash Vihar, Bhajanpura and another man injured and admitted to a hospital after five youths on two-wheelers opened unprovoked firing at them before fleeing the spot. CCTV footage in the area are being scanned.… pic.twitter.com/EzuzvqX6at
— ANI (@ANI) August 30, 2023
বুধবার বাইকে চড়ে বেরিয়েছিলেন হরপ্রীত সিং। তার বাইকের পেছনে বসেছিলেন গোবিন্দ। ভজনপুরার ৮ নম্বর গলির কাছে আসতেই তাদের ঘিরে ধরে ৫ জনের একটি দুষ্কৃতীদল। তারপর কোনও কথা না বলেই একের পর এক গুলি তাদের দুজনকে লক্ষ্য করে চালিয়ে দেয় দুষ্কৃতীরা। দিল্লি পুলিসের তরফে জানানো হয়েছে, এলাকার সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঠিক কী কারণে এমন ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে।
কীভাবে এমন ঘটনা ঘটল তা বুঝে উঠতেই পারছেন না হরপ্রীতের মামা। সংবাদমাধ্যমে তিনি বলেন, ওর মাথায় গুলি করা হয়েছিল। সঙ্গে সঙ্গেই ওকে হাসাপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান ওক মৃত বলে ঘোষণা করা হয়। সম্পর্কে ওর মামকেও গুলি লেগেছিল। আপাতত সে ভালো রয়েছে। জানি না কে ওদের গুলি করল।