জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কেদারনাথ মন্দিরের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন দু’জনেই। তারপর? হাঁটু মুড়ে বসে যুবককে ‘প্রোপোজ’ করলেন যুবতী! পরিয়ে দিলেন আংটি। ভাইরাল ভিডিয়ো। যাঁরা এই ধরনের ভিডিয়ো বানিয়েছেন, তাঁদের বিরুদ্ধে পুলিসকে কড়া ব্যবস্থা নেওয়ার আর্জি জানাল মন্দির কমিটি।
আরও পড়ুন: Viral Video: আদিবাসীর মুখে প্রস্রাব বিজেপি নেতার! ভিডিয়ো ভাইরাল হতেই গ্রেফতার
জানা গিয়েছে, ওই যুবতী একজন ইউটিউবার। প্রেমিকের সঙ্গে কেদারনাথে বেড়াতে গিয়ে একটি ভিডিয়ো বানিয়েছেন তিনি। সেই ভিডিয়ো-ই এখন ঘুরছে সোশ্যাল মিডিয়ায়।
ভাইরাল সেই ভিডিয়োয় দেখা যাচ্ছে, কেদারনাথ মন্দিরে কাছেই একটি রাস্তায় হাঁটছেন ওই যুবতী ও তাঁর প্রেমিক। এরপর আচমকাই রাস্তায় হাঁটু মুড়ে বসে পড়লেন ওই যুবতী এবং আংটি দিয়ে ‘প্রোপোজ’ করলেন প্রেমিককে! এমনকী, আলিঙ্গন করতেও দেখা গেল দু’জনকে।
One of the Reasons why Smartphones should be Banned from All Leading Temples & Shrines
Just a Basic Phone within 20 KMs from the Main Temple, Eliminates Unnecessary Crowd
PS – I’m writing this from Kedarnath
— Ravisutanjani (@Ravisutanjani) July 1, 2023
কেন এমন কাণ্ড ঘটালেন? রীতিমতো তাজ্জব বনে যান আশেপাশের লোকজন। কেউ কেউ আবার ভিডিয়ো করলেন নিজেদের মোবাইলে। পুলিসে অভিযোগ জানিয়েছে বদ্রী-কেদারনাথ মন্দির কমিটি। তাঁদের বক্তব্য, কেদারনাথ মন্দিরের কাছে ভিডিয়ো করছেন ইউটিউবার ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা। এতে দেশে-বিদেশে ভক্তদের ভাবাবেগে আঘাত লাগছে। যাঁরা কেদারনাথ মন্দির দর্শন করতে আসছেন, তাঁদের কাছে নেতিবাচক বার্তা যাচ্ছে।
এই ভিডিয়োটিকে নিয়ে বিতর্ক জমে উঠেছে টুইটারেও। কেন? নেটিজেনদের একাংশের মতে, মন্দিরের সামনে এভাবে বিয়ের প্রস্তাব দেওয়া ঠিক নয়। এতে কেদারনাথের পবিত্রতা নষ্ট হয়েছে।
আরও পড়ুন: Delhi Tis Hazari Court Fire: আইনজীবীদের মধ্যে ঝামেলা, দিনেদুপুরে দিল্লির তিস হাজারি আদালতে চলল গুলি! ভাইরাল হল ভিডিয়ো