জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এক ভয়ংকর এক দুর্ঘটনার সাক্ষী থাকলো বারাণসীর মান মন্দির ঘাট। ৩১ জানুয়ারি শুক্রবার বিকেলে উত্তর প্রদেশের মান মন্দির ঘাটের কাছে ডুবে যায় একটি যাত্রী বহনকারী নৌকা। তবে, এই দুর্ঘটনায় এখনও অবধি কোন রকমের হতাহতের খবর পাওয়া যায়নি। ফেরির লোকেদের সহায়তায় উদ্ধার করা হয়েছে সকল যাত্রীদের। এখনও অবধি খবর পাওয়া যাচ্ছে নৌকায় থাকা সকলই ওড়িশার বাসিন্দা।
আরও পড়ুন- Point Nemo | Indian Female Navy Officers: মনুষ্যহীন ‘পয়েন্ট নিমো’তে ২ ভারতীয় মহিলা! নৌসেনা অফিসার যুগলের ঐতিহাসিক কীর্তি…
জানা যাচ্ছে, একটি ফেরি ও একটি ছোট নৌকার মধ্যে সংঘর্ষের কারণে গঙ্গার মাঝখানে ঘটে এই দুর্ঘটনা। নৌকার মধ্যে থাকা সকল ভক্ত লাইভ জ্যাকেট পড়ে থাকায় যাত্রীদেরকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে। তথ্য সূত্রে খবর ঘটনাস্থলে উপস্থিত ছিল লাইফ গার্ড এবং এনডিআরএফের দল।
আরও পড়ুন- Bageshwar Baba | Maha Kumbh: সেলেব বাবার বাণী, ‘কুম্ভে যারা মরেছে, ভালোই হয়েছে! তারা তো মোক্ষ পেয়েছে…’
VIDEO | Uttar Pradesh: A boat capsizes in Ganga River in #Varanasi. Several people rescued. More details are waited.
(Full video available on PTI Videos – https://t.co/n147TvrpG7) pic.twitter.com/jAlw1QsgSS
— Press Trust of India (@PTI_News) January 31, 2025
একটি জনপ্রিয় খবরের চ্যনেলের ভিডিয়োতে দেখা যাচ্ছে গঙ্গা থেকে উদ্ধার করার চেষ্টা করছে এনডিআরএফের দল। নৌকার মালিকের বিরুদ্ধে দায়ের করা হয়েছে এফআইআর। অতিরিক্ত পুলিশ কমিশানার ডঃ এস চিনাপ্পা বলেছে, ‘আজ গঙ্গায় দুটি নৌকার মধ্যে সংঘর্ষ হয়েছে। একটি নৌকায় ছিল ৫৮ জন এবং অন্যটিতে ছিল ৬ জন। বড় নৌকাটি ছোটটিকে ধাক্কা দেওয়ায় ঘটেছে এই ভয়ঙ্কর দুর্ঘটনা।’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)