কাকভোরে কাঁপল কাশ্মীর! ভূস্বর্গে ফের এনকাউন্টার, খতম ৫ জঙ্গি…।Five terrorists killed in an encounter in Kashmir Kulgam Thursday operation started after security forces launched a search operation

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাশ্মীরের মাথার উপর থেকে সরছে না জঙ্গির ছায়া। জম্মু-কাশ্মীরে আবারও সাফল্যের সঙ্গে জঙ্গিদমন করল ভারতীয় সেনা। বৃহস্পতিবার ৫ সন্ত্রাসবাদীকে খতম করল তারা। দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলায় বৃহস্পতিবার ভোরে এনকাউন্টারে মৃত্যু হয় এই জঙ্গিদের। 

আরও পড়ুন: Bengal Weather Update: গায়েব ঠান্ডা? ক্রিসমাসের আমেজে সাময়িক বিরতি এলেও নিউ ইয়ারের আগেই জমাটি ইনিংস খেলবে শীত…

ভারতীয় সেনার কাছে গোপন সূত্রে খবর ছিল যে, কুলগামের খাদ্দের এলাকায় কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে। সেই মতো শুরু করা হয় তল্লাশি অভিযান। ভারতীয় সেনার সঙ্গে যৌথ ভাবে পুলিসও চালিয়েছিল এই অভিযান। তাতেই আসে সাফল্য। নিহত হয় ৫ জঙ্গি। তবে কুলগাম এবং খাদ্দের এলাকায় আরও কিছু জঙ্গি লুকিয়ে রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। তাদের খোঁজে তল্লাশি অভিযান এখনও জারি। 

কুলগাম এলাকার জঙ্গল থেকে এখনও গুলির আওয়াজ পাওয়া যাচ্ছে বলে খবর। অনুমান, বাকি জঙ্গিরা পাল্টা আক্রমণের কোনও ছক কষছে। তবে পাল্টা দিতে তৈরি নিরাপত্তাবাহিনীও। আশা করা হচ্ছে, বেলা বাড়ার সঙ্গে-সঙ্গে আরও জঙ্গির হদিস মিলবে। 

আরও পড়ুন: Metro Service to Chuchura: ক্রিসমাসের উপহার? এবার সেন্ট্রাল থেকে চেপেই সোজা পৌঁছবেন চুঁচুড়া-চন্দনগর-ব্যারাকপুর…

এ মাসের প্রথম দিকে গগনগির গান্ডেরবাল অন্য আরও কয়েকটি জায়গায় জঙ্গি কার্যকলাপ দেখা গিয়েছিল। শ্রীনগরে এনকাউন্টারে মারাও গিয়েছিল জঙ্গি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link