এবার ভোটে কি বিপদে কেসিআর! কী বলল জি নিউজ-ম্যাট্রিজের ওপিনিয়ন পোল

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মঙ্গলবার থেকে ধাপে ধাপে বিধানসভা নির্বচানের ভোট নেওয়া শুরু হবে দেশের ৫ রাজ্যে। ভোটে গণনা হবে ৩ ডিসেম্বর। লোকসভা নির্বাচনের আগে বিজেপির কাছে এই নির্বাচন একপ্রকার অ্য়াসিড টেস্ট। মিজোরামে ভোট নেওয়া হবে ৭ নভেম্বর। পাঁচ রাজ্যের মধ্য়ে তেলঙ্গানায় কংগ্রেস ও বিআরএসের জোর লড়াই। এনিয়ে কী বলছে জি নিউজের ওপিনিয়ন পোল?

আরও পড়ুন-গাজায় অ্যাম্বুল্যান্সে হামলায় মৃত্যুর ঘটনায় স্তম্ভিত শোকার্ত রাষ্ট্রসংঘের মহাসচিব…

মোট ১১৯ আসনের তেলঙ্গানা বিধানসভা নির্বাচনের ভোট নেওয়া হবে ৩০ নভেম্বর। ২০১৩ সালে রাজ্যটি তৈরি হওয়ার পর থেকে এটি হবে রাজ্যের তৃতীয় নির্বাচন। গত ২টি বিধানসভা নির্বাচনেই তেলঙ্গানায় ক্ষমতায় রয়েছে কেসিআর এর ভারত রাষ্ট্র সমিতি। এবার ভোটের আগে এবার ভোটারদের মন বোঝার চেষ্টা করেছে জি নিউজ-মাট্রিজ। রাজ্য় সরকারের কাজকর্ম নিয়ে খুব খুশি রাজ্যের ২৬ শতাংশ মানুষ। রাজ্যে ৩১ শতাংশ মানুষ বলছে রাজ্য সরকারের কাজকর্ম সন্তোষজনক। অন্যদিকে, ২৬ শতাংশ মানুষ বলছেন কেসিআর সরকারের কাজকর্ম খুই খারাপ। অন্যদিকে, ১৭ শতাংশ মানুষ কারও পক্ষে মতামত দেননি।

মুখ্যমন্ত্রী হিসেবে কেসিআর কেমন? ৩৬ শতাংশ মানুষ কেসিআরকেই পছন্দ করেছেন। অন্যদিকে, রাজ্যের ৯ শতাংশ মানুষ চান মুখ্যমন্ত্রী হোন বিআরএস নেতা কে টি রামা রাও। রাজ্যের ১৮ শতাংশ মানুষ চাইছেন ক্ষমতায় ফিরুক কংগ্রেস। রেভনাথ রেড্ডি মুখ্যমন্ত্রী হোন। আর মাত্র ৬ শতাংশ মানুষ বিজেপি নেতা কিষেন রেড্ডিকে মুখ্যমন্ত্রী হিসেবে দেখতে চান।

অন্যদিকে, এবিপি ও সি ভোটারের সমীক্ষা অনুযায়ী তেলঙ্গানার ৫৭ শতাংশ মানুষ কেসিআর সরকারের উপরে ক্ষুব্ধ। তারা এবার পরিবর্তন চান। ৩৪ শতাংশ চান রাজ্য চালাক কেসিআর সরকারই। রাজনৈতিক বিশ্লেষকদের পরিসংখ্যান অনুযায়ী কেসিআরের পক্ষে রয়েছে ৪০.৫ শতাংশ ভোটে। সেখানে ভাগ বসাতে পারে কংগ্রেস। তাদের পক্ষে এখন রয়েছে  ৩৯.৪ শতাংশ ভোট। আসন সংখ্যার দিক থেকে দেখতে গেল বিআরএস পেতে পারে ৪৯-৬১টি আসন। অন্যদিকে, কংগ্রেস পেতে পারে ৪৩-৫৫ আসন। বিডেপি পেতে পারে ৫-১১ আসন।

মঙ্গলবার মিজোরাম ও ছত্তীসগড়ে ভোট। সি ভোটারের পূর্বাভাস অনুযায়ী রাজ্যে ৪৮.৫৫ শতাংশ মানুষ রাজ্যে ভূপেশ বাঘেলের সরাকার আর চান না। ৬.৭ শথাংশ মানুষ বাঘেলের উপরে ক্ষুব্ধ হলেও তারা সরকার বদল চান না। এবার প্রতিষ্ঠান বিরোধী হাওয়া বইছে মিজোরামে। রাজ্য়ের ৫০ শতাংশ মানুষ চান সরকার বদল হোক।  

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)

Source link