এবার ভোটার কার্ডের সঙ্গে জুড়ছে আধার! বড় পদক্ষেপের পথে কমিশন…| Election Commission to meet top govt officers next week

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একদিকে যখন ভুয়ো ভোটার ঘিরে সরগরম রাজ্য রাজনীতি। তৃণমূল নেতারা বাড়ি বাড়ি গিয়ে মিলিয়ে দেখছেন ভোটার তালিকায় নাম। সেইমত পরিস্থিতিতেই জাতীয় নির্বাচন কমিশন আধারের সঙ্গে ভোটার কার্ড সংযুক্ত করার পথে এগোচ্ছে। এই সংযুক্তিকরণের বিষয়ে মঙ্গলবার বৈঠক ডাকল জাতীয় নির্বাচন কমিশন।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

কমিশন সূত্রে জানা গিয়েছে, ১৮ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, পরিষদীয় সচিব এবং UIDAI এর সিইও-র সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। চলতি মাসেই রাজ্য সরকার জাতীয় নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিল। তাঁদের অভিযোগ ছিল আধার ক্লোন করে ভুয়ো ভোটার কার্ড তৈরি করা হচ্ছে। 

আরও পড়ুন: গাড়ির ধাক্কায় মহিলা-সহ তিন জনকে পিষে মত্ত বীরপুঙ্গবের গর্জন, ‘আর এক রাউন্ড,নিকিতা?’

এবার বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রের সচিব এবং কেন্দ্রীয় আইনসচিব। মূলত আলোচনা হওয়ার পর  এপিক-আধার সংযুক্তিকরণের বিষয়ে বড় সিদ্ধান্ত নিতে পারে কমিশন। নির্বাচন কমিশন সম্প্রতি ঘোষণা করেছে যে, যারা একাধিক একই EPIC নম্বর পেয়েছেন, তাঁদের তিন মাসের মধ্যে নতুন EPIC নম্বর দেওয়া হবে। পাশাপাশি কমিশন আরও জানিয়েছে, একাধিক নম্বর থাকা মানে ফেক ভোটার হওয়া নয় এবং যারা যে নির্বাচনী এলাকা বা আসনে নিবন্ধিত, তারা একমাত্র সেখানেই ভোট দিতে পারবেন।  

আরও পড়ুন: দেশের এই অলৌকিক মন্দিরের মেঝেতে ঘুমোলেই ‘ঐশ্বরিক’ গর্ভধারণ মহিলাদের! বিশ্বাস…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link