জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি রাশিয়ার বিরুদ্ধে পাল্টা আক্রমণ শুরু করেছে ইউক্রেন। রাশিয়া এখনও পর্যন্ত ইউক্রেনের যেসব অংশ দখল করেছে, সেই অংশগুলি পুনরুদ্ধার করতেই এই আক্রমণ বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। এদিকে, এই হামলার প্রেক্ষিতেই রাশিয়া ফের একবার পরমাণু-হামলার কথা জানিয়েছে। যা নিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে সাড়া পড়ে গিয়েছে। কিছুদিন আগেই মস্কোয় ড্রোন-হামলা চালিয়েছে ইউক্রেন। যার জেরে সাময়িক ভাবে বন্ধ করে দিতে হয়েছিল মস্কো বিমানবন্দর। এই প্রেক্ষিতেই এল এই হুমকি।
আরও পড়ুন: World’s Hottest Month: ১ লক্ষ ২০ হাজার বছরের মধ্যে উষ্ণতম মাস এই জুলাই! এবার কি গ্লোবাল বয়েলিংয়ের যুগ?
ফের একবার এই পারমাণবিক হামলার হুমকি দিলেন প্রাক্তন রুশ প্রেসিডেন্ট তথা পুতিনঘনিষ্ঠ নেতা দিমিত্রি মেদভেদেভ। তিনি বলেছেন, ইউক্রেন তাদের হামলায় সফল হলে মস্কোকে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতেই হবে। এই মুহূর্তে রাশিয়া প্রশাসনে নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান পদে আছেন এই মেদভেদেভ। রবিবার সোশ্যাল মিডিয়ায় তিনি জানিয়েছেন, ইউক্রেনীয় হামলার মুখে রুশ সেনাদের যদি পিছু হটতে হয়, তাহলে রাশিয়াকে পাল্টা পরমাণু-হামলার পথে হাঁটতেই হবে।
মেদভেদেভ বলেছেন, ন্যাটোর সমর্থনে ইউক্রেন যে আক্রমণ চালাচ্ছে, তা যদি সফল হয় এবং তারা আমাদের ল্যান্ড দখল করে, তাহলে রুশ প্রেসিডেন্টের ডিক্রি অনুসারে রাশিয়া পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হবে। এছাড়া আর কোনও উপায় থাকবে না। তাই বিশ্বে যাতে পরমাণু যুদ্ধ শুরু না হয়ে যায়, তা আমাদের শত্রুদেরই নিশ্চিত করতে হবে।
মেদভেদেভ এর আগেও একাধিকবার এ ধরনের বিবৃতি দিয়েছেন। তিনি বলেছিলেন, ২০২৩ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে গৃহযুদ্ধ শুরু হবে। বলেছিলেন, চলতি যুদ্ধে রাশিয়া হেরে গেলে পারমাণবিক যুদ্ধ শুরুর করবে রাশিয়া। আন্তর্জাতিক অপরাধ আদালতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলার হুমকিও দিয়েছিলেন তিনি। এখন তাঁর হুমকিকে নিছক হুমকির পর্যায়েই ভাবা হবে, নাকি তার সারবত্তা খোঁজা হবে, তা নিয়ে উদ্বিগ্ন আন্তর্জাতিক মহল।
আরও পড়ুন: Siberian Permafrost: জাদু, না রহস্য? ৫০ হাজার বছরের কীট আজও দিব্যি বেঁচে বরফের পেটের ভিতরে!
প্রসঙ্গত, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পরে, রুশ প্রেসিডেন্ট পুতিন এক ডিক্রি জারি করেছিলেন। সেই ডিক্রি অনুযায়ী, (যুদ্ধে) রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে সেই আগ্রাসনের জবাবে তারা গণবিধ্বংসী অস্ত্র ব্যবহার করতে পারবে। এখানে পুতিনের সেই ডিক্রির কথাই উল্লেখ করেছেন মেদভেদেভ।