এবার ইয়েমেনে হামলা শুরু করল ইজরায়েল, মৃত্যু ৯, আহত বহু…।Israeli airstrikes hit Yemens rebel-held capital and port city At least 9 people killed

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাজা-ইজরায়েল সংঘাত সারা বিশ্বের নজর টেনে রেখেছে। সেখানকার যা মর্মান্তিক পরিস্থিতি, তা নিয়ে উদ্বিগ্ন রাষ্ট্রসংঘ। এদিকে নতুন সংকট। প্যালেস্টাইনের গাজা ও পশ্চিম তীর, লেবানন ও সিরিয়ার পর এবার মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইয়েমেনে হামলা শুরু করল ইজরায়েল। আজ, বৃহস্পতিবার ইয়েমেনের সামরিক-সংক্রান্ত নির্মাণগুলিতে হামলা চালানোর খবর জানায় ইজরায়েলি সামরিক বাহিনীই। ইজরায়েলের দিকে হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ছোড়ার প্রেক্ষিতে ইয়েমেনে তারা এই হামলা চালিয়েছে বলে দাবি ইজরায়েলের।

আরও পড়ুন: Bangladesh: ক্রমশ একা হয়ে পড়ছেন ইউনূস! বদলের বাংলাদেশে তাঁর উপর আস্থা ক্রমশ কমছে…

ইজরায়েলি হামলায় ইয়েমেনে ন’জনের মৃত্যুর খবর জানা গিয়েছে। এঁদের মধ্যে বন্দরনগরী সালিফে সাতজন এবং রাস ঈশা জ্বালানি নির্মাণে বাকি দুজন নিহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুটি জায়গাই ইয়েমেনের হোদেইদাহ প্রদেশে অবস্থিত।

ইজরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র দানিয়েল হাগারি বলেন, হুতি বিদ্রোহীদের সামরিক এলাকা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এর মধ্যে রাজধানী সানার বন্দর ও জ্বালানির জন্য প্রয়োজনীয় নির্মাণও রয়েছে। বৃহস্পতিবার ভোরের দিকে সানা ও বন্দরনগরী হোদেইদাহতে আগ্রাসী অভিযান চালিয়েছে ইজরায়েল। সানার দুটি কেন্দ্রীয় বিদ্যুৎকেন্দ্রে হামলা হয়েছে। এ ছাড়া হোদেইদাহের বন্দরে শত্রুপক্ষ অন্তত চারটি হামলা চালিয়েছে।

আরও পড়ুন: South 24 Parganas: ভয়ংকর! কাঁকড়া ধরার জন্য নদীতে নামতেই বাঘ ঝাঁপিয়ে পড়ল কর্ণধরের উপরে, কামড়ে-ছিঁড়ে…

বুলগেরিয়ার মিস্টিক দৃষ্টিহীন নস্ট্রাদামুস বাবা ভাঙ্গার প্রেডিকশন নিয়ে সারা বিশ্ব তোলপাড়। কী বলেছেন তিনি? অনেক কিছুর মধ্যেই তিনি বলেছেন, বড় মাপের যুদ্ধ বাধবে বিশ্ব জুড়ে। যুদ্ধের জেরেই ক্রমশ ক্ষয়ক্ষতি হবে মানবসভ্যতার। কিন্তু ২০২৫ পড়ার আগেই কি বাবা ভাঙ্গার প্রেডিকশন সত্যি হতে শুরু করল? যুদ্ধে-যুদ্ধে নিশ্চিহ্ন হতে শুরু করে দিল বিশ্ব? না হলে ইয়েমেনে কেন হামলা করল ইজরায়েল?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link