‘এক দেশ এক নির্বাচন’, যৌথ সংসদীয় কমিটিতে প্রিয়াঙ্কা গান্ধী! First time MP Priyanka Gandhi in JPC on One Nation One Election

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  ‘এক দেশ এক নির্বাচন’। যৌথ সংসদীয় কমিটিতে প্রিয়াঙ্কা গান্ধী। রিপোর্ট জমা দেওয়ার জন্য সংসদের পরবর্তী অধিবেশনের শেষ সপ্তাহের প্রথম দিন  পর্যন্ত সময় দেওয়া হল কমিটিকে।

আরও পড়ুন:  One Nation One Election: যৌথ সংসদীয় কমিটিতে ‘এক দেশ, এক ভোট’ বিল, তৃণমূলের প্রতিনিধি কল্যাণ-সাকেত

ঘটনাটি ঠিক কী? জল্পনা চলছিলই। লোকসভায় ভোটাভুটির পর, আলোচনার জন্য ‘এক দেশ, এক ভোট’ বিলটিকে এবার পাঠিয়ে দেওয়া হল যৌথ সংসদীয় কমিটিতে। সেই কমিটিতে থাকবেন লোকসভার ২১ জন আর রাজ্য়সভার  ১০ জন। সেই তালিকায় জায়গায় পেলেন  ওয়েনাড থেকে নির্বাচিত প্রথমবারের সাংসদ প্রিয়াঙ্কা গান্ধী। জেপিসির চেয়ারম্যান হচ্ছেন  পি পি চৌধুরী। 

এর আগে, গতকাল মঙ্গলবার লোকসভায়  ‘এক দেশ এক নির্বাচন’ সংক্রান্ত বিল পেশ করেন   কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুনরাম মেঘওয়াল। যে বিলের তীব্র বিরোধিতা করে কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ বিরোধীরা। শেষপর্যন্ত ভোটাভুটি হয়। কিন্তু কেন্দ্রের পক্ষে বেশি ভোট পড়লেও বিলটি পাস করানো যায়নি। কারণ, সংবিধান সংশোধনী বিল পাস করতে গেলে সংসদের উভয় কক্ষে  দুই-তৃতীয়াংশ সংখ্য়াগরিষ্ঠতা প্রয়োজন। এখন সংসদের উভয় কক্ষেই সংখ্যাগরিষ্ঠ এনডিএ-ই। কিন্তু রাজ্যসভা, এমনকী লোকসভাতেও তাদের দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নেই।

এখন দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোট হয় বিভিন্ন সময়ে। আবার কেন্দ্রীয় সরকারের মেয়াদ শেষ হলে, লোকসভা ভোট! এই ব্যবস্থাটিকে এবার বদলে ফেলতে চাইছে মোদী সরকার। ‘এক দেশ, এক নির্বাচন’ প্রস্তাব খতিয়ে দেখার জন্য প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে একটি উচ্চ পর্যায়ের কমিটি গড়েছিল মোদী সরকার।  রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মু-র কাছে সেই কমিটি রিপোর্ট জমা পড়ার পর, প্রস্তাবে সায় দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রিসভা।

আরও পড়ুন:  Congress Worker Death: যোগীরাজ্যের পুলিস ‘নৃশংস’! প্রতিবাদ করতে গিয়ে প্রাণ হারালেন কংগ্রেস কর্মী…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link