জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের রেল দুর্ঘটনা। অন্ধপ্রদেশের বিজয়নগরম জেলায় এবার দাঁড়িয়ে থাকা প্যাসেঞ্জার ট্রেনে ধাক্কা মারল এক্সপ্রেস। এখনও পর্যন্ত মৃত ৬। চলছে উদ্ধার কাজ।
আরও পড়ুন: Rail News: ট্রেন লেট করেছিল ১৩ ঘণ্টা, রেলকে বিপুল টাকা জরিমানা করল আদালত
রেল সূত্রে খবর, এদিন বিশাখাপত্তনম থেকে রায়গড়া যাচ্ছিল প্যাসেঞ্জার ট্রেনটি। এক্সপ্রেস ট্রেনটির গন্তব্য ছিল, পালাসা। বিশাখাপত্তনম থেকে আসছিল ওই ট্রেনটিও।
কীভাবে দুর্ঘটনা? ওভারহেড তার ছিঁড়ে যাওয়ার মাঝ-পথে দাঁড়িয়ে প্যাসেঞ্জার ট্রেনটি। ঠিক তখন ওই ট্রেনটিকে ধাক্কা মারে এক্সপ্রেস! সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে, প্যাসেঞ্জার ট্রেনের ৩ বগি লাইনচ্যুত হয়ে যায়।
#WATCH | Andhra Pradesh train accident | Rescue operations underway
6 people died and 18 injured in the Andhra Pradesh train accident: Deepika, SP, Vizianagaram pic.twitter.com/x2Rx13mfXf
— ANI (@ANI) October 29, 2023
ট্রেন দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। তাঁর বিবৃতি, ‘বিজয়নগরম জেলার কণ্টকাপল্লিতে ট্রেন দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী। আধিকারিকদের দ্রুত পদক্ষেপের নির্দেশ দিয়েছেন তিনি। আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে বলেছেন’।
আরও পড়ুন: Indian Navy: কাতারে ভারতীয় নৌসেনার ৮ প্রাক্তন কর্মীর মৃত্যুদণ্ড, সরকারের সামনে এখন কোন রাস্তা খোলা
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)