‘ইউনূসই বাংলাদেশে গণহত্যার মাস্টারমাইন্ড; গণহত্যা চাইনি, তাই ক্ষমতা ছেড়েছি’! আগুনে মন্তব্য হাসিনার…।Sheikh Hasina calls Muhammad Yunus mastermind of mass killings Slams him for atrocities against minorities in Bangladesh

রাজীব চক্রবর্তী: নিউ ইয়র্কে এক ভার্চুয়াল অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুহাম্মদ ইউনূসকে দেশে সংখ্যালঘুদের উপর হামলা এবং গণহত্যার পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করলেন। তিনি বলেন, মন্দির, গির্জা এবং ইসকনের উপর সাম্প্রতিক আক্রমণগুলি ইউনূসের নেতৃত্বে পরিচালিত একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। বাংলাদেশে ক্রমবর্ধমান অস্থিরতার মধ্যে শেখ হাসিনার এই মন্তব্য নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

আরও পড়ুন: Today’s Gold Rate: ফের অনেকটা কমল সোনার দাম! বিয়ের ভরা মরসুমে এ কি লক্ষ্মীরই কৃপা? সঞ্চয়ের জন্যও এখনই ঝাঁপান…

নিউ ইয়র্কে আওয়ামী লীগের কর্মীদের উদ্দেশে শেখ হাসিনার দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আজ আমাকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। বাস্তবে মুহাম্মদ ইউনূসই তাঁর ছাত্র সংগঠনগুলির মাধ্যমে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ হিসেবে এই গণহত্যাগুলি পরিচালনা করেছেন। তারা সংখ্যালঘুদের টার্গেট করছে। লন্ডন থেকে তারেক রহমান (বিএনপি নেতা এবং খালেদা জিয়ার পুত্র) বলেছেন, ‘মৃত্যুর সংখ্যা বাড়তে থাকলে সরকার টিকে থাকতে পারবে না।’

শেখ হাসিনা আরও অভিযোগ করেন, ‘আজ শিক্ষকদের হত্যা করা হচ্ছে, পুলিসকে আক্রমণ করা হচ্ছে… হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানরা টার্গেট হচ্ছেন। গির্জা এবং মন্দিরে হামলা চালানো হয়েছে। কেন এখন বাংলাদেশে সংখ্যালঘুদের টার্গেট করা হচ্ছে?’ এ বক্তব্যের মধ্য দিয়েই বর্তমান অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শাণিয়েছেন হাসিনা।

শুধু তাই নয়, আরও সব বিস্ফোরক মন্তব্য করেন প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘গণহত্যা চাইনি, তাই ক্ষমতা ছেড়েছি’!  হাসিনা দেশের সংকটময় মুহূর্তের কথা স্মরণ করে বলেন, ‘আমি গণহত্যা চাইনি। যদি আমি ক্ষমতায় থাকতে চাইতাম, তবে গণহত্যা হত। যখন নির্বিচার মানুষ হত্যা হচ্ছিল, আমি সিদ্ধান্ত নিলাম, আমাকে চলে যেতে হবে। যদি আমার নিরাপত্তাকর্মীরা গুলি চালাতেন, গণভবনে অনেক মানুষ মারা যেতেন। আমি তা চাইনি।’

আরও পড়ুন: Actress Swept Away: দুঃসহ! শিলার উপর ধ্যানস্থ সুন্দরী অভিনেত্রীকে এসে ছোবল মারল সমুদ্রের বিশাল ফনা, তারপর…

এ প্রসঙ্গে দেশ ছাড়ার আগের মুহূর্তের কথা তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, ‘সশস্ত্র একটি দল গণভবনে তাঁকে হত্যা করার উদ্দেশ্যে আসে। যোগ করেন, ‘ঠিক ১৯৭৫ সালের ১৫ আগস্টে আমাদের জাতির জনককে যেভাবে হত্যা করা হয়েছিল, ঠিক তেমন ভাবেই আমাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। এটি ছিল মাত্র ২৫-৩০ মিনিটের ব্যাপার। কিন্তু আমি আমার নিরাপত্তাকর্মীদের বলেছিলাম, গুলি চালাবেন না’!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link