জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত শনিবার বন্ধুর বাড়িতে পার্টি করতে মর্মান্তিক পরিণতি হয় পড়ুয়ার। ওই অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের সাত তলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁর। পুলিস সূত্রে জানা গিয়েছে, ওই ছাত্রের প্রাক্তন প্রেমিকাকে আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেফতার করা হয়েছে। তাঁকে আদালতে হাজির করা হলে জামিন মঞ্জুর করা হয়।
পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, ২৩ বছর বয়সী তাপস অ্যামিটি ইউনিভার্সিটির এলএলবি ছাত্র। গার্লফ্রেন্ডের সঙ্গে ব্রেকআপের পর তাপস তাকে মানানোর হাজার চেষ্টা করে। সম্পর্কে ফিরতে সাফ না বলে দেয় তাঁর প্রাক্তন প্রেমিকা। আদালতে পুলিস জানায় যে, তাপসের বন্ধুরাও তাকে তাঁর সঙ্গে সব ঠিক করে নেওয়ার জন্য বলেছিল। কিন্তু তা সত্ত্বেও সে নারাজ করে দেয়। আদালত সব শোনার পর উল্লেখ করে যে এটি আত্মহত্যার জন্য প্ররোচনা দেয় না এবং তাই তাঁকে জামিন দেওয়া হয়।
আরও পড়ুন:Beaches Closed: সমুদ্রে ভেসে এল রহস্যময় বল! বন্ধ ৯ সৈকত, আতঙ্কে…
তাপস এবং প্রাক্তন প্রেমিকা দুজনেই অ্যামিটি বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে পড়ত। সম্পর্কে যাওয়ার পর তাঁরা লিভ-ইন করা শুরু করে। সম্প্রতি কোনও কারণে তাদের মধ্যে বিচ্ছেদ ঘটে। এবং মেয়েটি সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু তাপস সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চায়নি। হাজার কাকতি মিনতি করা সত্ত্বেও প্রেমিকাকে মানাতে সে অক্ষম হয়।
তাপস গাজিয়াবাদের বাসিন্দা। শনিবার নয়ডার সেক্টর ৯৯-এ সুপ্রিম টাওয়ারে তাঁর বন্ধুর বাড়িতে গিয়েছিলেন। সেখানে সে প্রাক্তন প্রেমিকাকে ফোন করেছিল যাতে, তাদের মধ্যে সব ঠিক হয়ে যায়। মেয়েটি পার্টিতে আসেও। কিন্তু তাপসের সঙ্গে আর সম্পর্কে যেতে নাকচ করে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তাপস সপ্তম তলা থেকে লাফিয়ে পড়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পরবর্তীতে তাপসের পরিবার ওই মেয়ের বিরুদ্ধে পুলিসে অভিযোগ দায়ের করে। এরপরই পুলিস আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করে।
আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ…
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)