জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সলুকুম্ভ থেকে কাঠমান্ডু উড়ে যাচ্ছিল হেলিকপ্টারটি। কিন্তু মাঝ-আকাশেই উধাও সেটি! পাঁচ বিদেশি নাগরিক-সহ মোট ছজন ছিলেন উড়ানটিতে। হঠাৎই এর কোনও হদিশ নেই।
জানা গিয়েছিল, কন্ট্রোল টাওয়ারের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এর। ইনফরমেশন অফিসার জ্ঞানেন্দ্র ভুল এই তথ্য জানিয়েছেন। হেলিকপ্টারে কল সাইন ৯এনএমভি রাডার-সংযোগ থেকে বিচ্ছিন্ন হয় স্থানীয় সময় সকাল ১০টা ১২ নাগাদ।
আরও পড়ুন: Supermassive Black Hole: অসম্ভব দূরত্বে অকল্পনীয় বিশালত্বের এক ব্ল্যাক হোল! গিলে নেবে নাকি পৃথিবীটাকে?
হেলিকপ্টারটি মানাঙ্গ এয়ার-এর উড়ান। সলুকুম্ভের সুরকি থেকে যাত্রা শুরু করেছিল উড়ানটি। হারিয়ে যাওয়ার আগে পর্যন্ত অন্তত ১৫ মিনিটের জন্য সেটি যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। নেপালের সিভিল অ্যাভিয়েশন অথরিটি ট্যুইট করে জানিয়েছে, কাঠমান্ডু থেকে একটি অল্টিটিউড এয়ার হেলিকপ্টার ইতিমধ্যেই হারিয়ে যাওয়া হেলিকপ্টারটির সন্ধানে গিয়েছে।
আরও পড়ুন: Italy: সকলের চোখ কপালে! প্রেমিকাকে কীভাবে এত বিপুল টাকা দিলেন প্রধানমন্ত্রী…
ছ মাসে আগে এরকমই একটি ঘটনা ঘটেছিল। ইয়েতি এয়ারলাইন্সের একটি উড়ান ভেঙে পড়েছিল নেপালে। অন্ততপক্ষে ৭১ জন মারা গিয়েছিলেন সেই দুর্ঘটনায়। এর মধ্যে ২৫ মহিলা, ৩ শিশু ও বেশ কয়েকজন নবজাতকও ছিল। মৃতের তালিকায় ছিলেন ৫ ভারতীয়ও। প্লেনটি ল্যান্ড করার আগে একটি খাদে পড়ে গিয়েছিল। গত ৩ দশকের মধ্যে এটাই ছিল নেপালের সব চেয়ে মর্মান্তিক উড়ান দুর্ঘটনা।