আড়াই বছরের শিশুর যৌনাঙ্গ ক্ষতবিক্ষত! দোষ ঘুমের ঘোরে বিছানায় প্রস্রাব…| Two and a half year old child genital wound Blame sleepwalking bedwetting

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সরকারি হোমেই শিশুকন্যার উপর ‘শারীরিক নিগ্রহ’। ঘটনাটি ঘটেছে কেরালার একটি সরকারি হোমে। সেই অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিস। তারা সবাই ওই হোমের কর্মী। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিস সূত্রে জানা যায়, শিশুটির যৌনাঙ্গে ক্ষতচিহ্ন মিলেছে। পুলিসের অনুমান নখ দিয়ে আঁচড় দেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনার ৭ দিন পর বিষয়টি সামনে আসে। 

আরও পড়ুন: Delhi: ঘুমের মধ্যেই বাবা-মা এবং বোনকে কুপিয়ে খুন! সম্পত্তির জন্য?

মঙ্গলবার ওই তিন পরিচারিকাকে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি কেরালা স্টেট কাউন্সিল ফর চাইল্ড ওয়েলফেয়ারের তরফ থেকে ৭ জন কেয়ারটেকারকে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সবকটি কন্ট্রাকচুয়াল ছিলেন। কিন্তু আসলে ঘটনাটি কী? পুলিস সূত্রে জানা যায়, রবিবার কিছু কর্মী বাচ্চাটির ক্ষতবিক্ষত যৌনাঙ্গ খেয়াল করেন। 

সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই খোলাসা হয় সমস্ত কিছুর। পুলিস সূত্রে জানা যায়, আড়াই বছরের শিশুটি বিছানায় ঘুমের মধ্যেই প্রস্রাব করে ফেলেছিল। এই ঘটনায় যে তিনজন গ্রেফতার হয়েছে তাদের নাম অজিতা, মহেশ্বরী এবং সিন্ধু। তাদের জেরা করে পুলিশ জেনেছে, ঘুমের মধ্যে শিশুটি বিছানা ভিজিয়ে ফেলেছিল। তার ‘শাস্তি’ দিতেই এই কাজ করেছেন তাঁরা! 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link