আইএস যোগে গ্রেফতার ৩ যুবক, ধৃতদের শিক্ষাগত যোগ্যতা জেনে তাজ্জব পুলিস

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইএস যোগের অভিযোগে দিল্লি ও উত্তরপ্রদেশ থেকে ৩ জনকে গ্রেফতার করছে পুলিস। দেশের বিভিন্ন জায়গায় ওইসব যুবকরা নাশকতার পরিকল্পনা করেছিল। তার থেকেও বড় বিষয় হল ধৃত যুবকদের শিক্ষাগত যোগ্যতা। ধৃতদের সবাই ইঞ্জিনিয়ার। এদের মধ্যে একজন আবার গবেষক। এরকম উচ্চশিক্ষিতরা কীভাবে জঙ্গি কার্যকলাপে জড়িত থাকতে পারে সেটাই এখন ভাবাচ্ছে দুই রাজ্যের পুলিসকে।

আরও পড়ুন-পুলিসের মাইকিংয়ে রাজঘাট ছাড়ল তৃণমূল; ভয়ে পালিয়েছে, পাল্টা শুভেন্দুর

সোমবার দেশের ৬০টি জায়গায় তল্লাশি চালায় এনআইএ। দিল্লির একটি জায়গা থেকে গ্রেফতার করা হয়ে মহম্মদ শাহনাওয়াজকে। তার সন্ধান দেওয়ার জন্য ৩ লাখ টাকা ইনাম ঘোষণা করেছিল এনআইএ। দেশের একাধিক জায়গায় বিস্ফোরণের সঙ্গে শাহনাওয়াজের সম্পর্ক ছিল। সেই সঙ্গে শাহনাওয়াজের দুই সঙ্গী মহম্মদ আরশাদ ওয়ারসি ও মহম্মদ রিজওয়ানকেও পাকড়াও করে পুলিস। মহম্মদ শাহনাওয়াজকে গ্রেফতার করা হয় দিল্লির জৈতপুর এলাকা থেকে। রিজওয়ান ও আশরফকে ধরা হয় লখনউ ও মোরাদাবাদ থেকে।

দিল্লি পুলিসের দাবি, দিল্লিতে শাহনাওয়াজের ঘর থেকে পিস্তল, বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি কাগজপত্র উদ্ধার করা হয়েছে। দেশের বিভিন্ন জায়গায় রেইকি করেছিল ওই তিনজন। পাশাপাশি তারা বিভিন্ন জায়গায় বোমার পরীক্ষাও করে। তিনজনের সঙগেই আইএসের সঙ্গে যোগাযোগ ছিল। তাদের কাছে নির্দেশ ছিল তাদের প্রয়োজনীয় সরঞ্জাম এলাকা থেকেই সংগ্রহ করতে যাতে তাদের সঙ্গে বাইরের কারও যোগাযোগ না হয়।

শাহনাওয়াজের বাড়ি ঝাড়খণ্ডের হাজারিবাগে। শিক্ষাগত যোগ্যতা মাইনিং ইঞ্জিনিয়ার। ফলে তার ইঞ্জিনিয়ারিং ব্লাস্টের ট্রেনিং তার ছিল। তার স্ত্রী ধর্মে হিন্দু। বিয়ের জন্য সে তার ধর্ম বদল করে। আপাতত তাকে খুঁজে পাচ্ছে না পুলিস। ধৃত মহম্মদ আরশাদের বাড়িও ঝাড়খণ্ডে। আলিগড় বিশ্ববিদ্যালয় থেকে সে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক করে। বর্তমানে সে দিল্লির জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছিল। অন্যদিকে, মহম্মদ রিজওয়ান আশরফ কমপিউটার সায়েন্সে বিটেক। উত্তর প্রদেশের আজমগড়ের বাসিন্দা সে। এমনটাই দাবি পুলিসের।

দিল্লি পুলিসের স্পেশাল সেলের আধিকারিক এইচজিএস দারিওয়াল সংবাদমাধ্যমে বলেন, দেশজুড়ে একটি আইএস মডিউলের পর্দাফাঁস হয়েছে। এইব যুবকদের লক্ষ্যই ছিল বিখ্যাত মানুষদের উপরে হামলা ও যতটা পারা যায় ক্ষতি করা। এদের কারা পয়সা জোগাচ্ছে তারও একটি সূত্র পাওয়া গিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল) 

Source link