জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জোর ধাক্কা খেল হরিয়ানার মনোহর লাল খট্টর সরকার। কীভাবে? বেসরকারি চাকরিতে ভূমিপুত্রদের জন্য ৭৫ শতাংশ সংরক্ষণ আইন বাতিল করে দিল পঞ্জাব ও হরিয়ানার হাইকোর্ট। আদালতে পর্যবেক্ষণ, ‘এই আইন অসাংবিধানিক’।
ঘটনাটি ঠিক কী? ৩ বছর পার। ২০২০ সালে হরিয়ানায় একটি আইন পাশ হয়। নাম, ‘দ্য হরিয়ানা স্টেট এমপ্লয়মেন্ট অফ লোকাল ক্যাডিটেন্ট অ্যাক্ট’> পরে আবার সেই আইনে বদলানোও হয় বেশ কয়েকবার। ওই আইন অনুযায়ী, হরিয়ানার বেসরকারি চাকরিতে ভূমিপুত্র জন্য ৭৫ শতাংশ ছিল বাধ্যতামূলক। তবে যেসব চাকরিতে মাসিক বেতন ৩০ হাজারের কম, সেই চাকরির ক্ষেত্রেউ এই সুবিধা মিলত।
বিস্তারিত আসছে…..