অন্তরঙ্গ ছবি-ভিডিয়ো লিক করার ব্ল্যাকমেইল! কাকার লালসায় গায়ে আগুন ধরালো তরুণী, তারপর…| Woman dies by suicide after uncle threatens to leak her private photos

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নিজের কাকার যৌন লালসার শিকার তরুণী। যার জেরে চরম পদক্ষেপ নিলেন নির্যাতিতা। গায়ে পেট্রোল ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। অগ্নিদগ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাকে বাঁচানোর চেষ্টা করা সত্ত্বেও, তিনি মারা যায়। 

জানা গিয়েছে, ২৪ বছর বয়সী তরুণী সুহাসি সিং আইটি কোম্পানিতে কর্মরত। তাঁর কাকার কাছে তাঁর কিছু ব্য়ক্তিগত এবং অন্তরঙ্গ ভিডিয়ো ছিল। সেগুলি নিয়ে বর্বর কাকা তাঁকে হয়রানি করত। সুহাসিকে তার ইচ্ছা মেনে চলার হুমকি দিত।  শুধু তাই নয়, সুহাসি যদি তার দাবি না মেনে চলে, তাহলে সে তার বাবা-মাকে ওই ভিডিয়োগুলি পাঠিয়ে দেবে। এই বলে তাকে প্রায়শই হয়রানির শিকার হতে হত।

সুহাসি তাঁর বাবা-মা এবং অভিযুক্ত কাকা প্রভীনের সঙ্গে একই বাড়িতে থাকত। সময়ের সঙ্গে সঙ্গে সে প্রভীনের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপর তারা শারীরিক সম্পর্কে লিপ্ত হয়ে পড়ে। পরবর্তীকালে সুহাসি অন্য ছেলের সঙ্গে সম্পর্কে জড়ায়, ফলে সে প্রভীনের থেকে দূরত্ব বাড়াতে শুরু করে। প্রভীন এটি সহ্য করতে পারেনি।

আরও পড়ুন:HMPV Virus: ভারতে ঘটেনি, ঘটে গেল বদলের বাংলাদেশে! HMPV কাড়ল তরতাজা তরুণীর প্রাণ…

তাই সে সুহাসি অনবরত ফোন করে তাঁকে হয়রানি করত এবং ব্ল্যাকমেইল করত। শেষবার প্রভীন সুহাসিকে একটি হোটেলে দেখা করার জন্য বলে। যেটা প্রভীন আইটিপিএল মেইন রোডে বুক করেছিল। কিন্তু সুহাসি চাপ সহ্য করতে না পেরে নিকটবর্তী জ্বালানী স্টেশন থেকে পেট্রোল কেনে। 

হোটেলে গিয়ে ব্ল্যাকমেইলের পরে নিজেকে আগুন ধরিয়ে দেন। প্রভীন তাঁকে সঙ্গে সঙ্গে বাথরুমে নিয়ে গিয়ে শাওয়ার চালিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে সুহাসি গুরুতর দগ্ধ হয়ে গিয়েছিল। তাকে দ্রুত ভিক্টোরিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হলেও রাত ১০টায় তার মৃত্যু হয়।

আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে প্রবীণ সিংকে গ্রেফতার করেছে পুলিস। তদন্তে জানা গিয়েছে যে তিনি সুহাসিকে তাদের সম্পর্ক বজায় রাখতে বাধ্য করতে অন্তরঙ্গ রেকর্ডিং ব্যবহার করেছিলেন, ফুটেজ অনলাইনে ফাঁস করার হুমকি দিয়েছিলেন। মামলার বিষয়ে কথা বলতে গিয়ে, হোয়াইটফিল্ড ডিভিশনের ডিসিপি শিবকুমার বলেছেন, ‘এইচএএল থানার এখতিয়ারের মধ্যে ২৫ বছর বয়সী এক মহিলা আত্মহত্যা করে মারা গেছেন। এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি ব্যক্তিগত ছবি ব্যবহার করে মহিলাকে ব্ল্যাকমেইল করে শারীরিক সম্পর্কে জবরদস্তি করে। হয়রানি সহ্য না পেরে ওই তরুণী চরম পদক্ষেপ নেন।’

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭ 

 

 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link