অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হল ‘নিট-ইউজি’র কাউন্সেলিং…।Amid recent speculation about the postponement of NEET UG Counselling NEET UG Counseling Dates To Be Out Soon

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার স্থগিত করা হল ‘নিট-ইউজি’র কাউন্সেলিং। আজ, শনিবার কাউন্সেলিং হওয়ার কথা ছিল। সূত্রের খবর, অনির্দিষ্টকালের জন্য নিট কাউন্সেলিং স্থগিত রাখা হচ্ছে। উল্লেখ্য, আগামী সোমবার সুপ্রিম কোর্টের নিট মামলার শুনানি রয়েছে। যদিও সরকারি ভাবে এখনও এই স্থগিতের কথা জানানো হয়নি। তবে সূত্রের খবর, আজ কাউন্সেলিং হওয়ার কথা থাকলেও পরীক্ষার্থীদের শিডিউল জানানো হয়নি।

আরও পড়ুন: Darjeeling: বিপর্যয় থামছেই না! ফেটে গিয়েছে রাস্তা, বইছে কাদার স্রোত, বন্ধ টয় ট্রেন, স্তব্ধ জনজীবন…

নিট নিয়ে জলঘোলা বহু দিন ধরে চলছে। বিতর্কের জেরে ২৩ জুন ১৫৬৩ জন পরীক্ষার্থীর পরীক্ষা নতুন করে নেওয়া হয়। এই ১৫৬৩ জন পরীক্ষার্থী ৫ মে-র পরীক্ষায় গ্রেস মার্কস পেয়েছিলেন। বিতর্কের মধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে তাঁদের গ্রেস মার্কস বাদ যায়। তারপর তাঁদের জন্য ফের পরীক্ষার ব্যবস্থা করা হয়। যদিও এবার ফল বেরতেই দেখা গেল, টপারের সংখ্যা কমেছে। 

নিট রি-টেস্টের ফল বেরতেই দেখা গেল, ৫ মে-র পরীক্ষায় টপার হওয়া ৫ জন এবার আর টপান নন। আগের বার যেখানে অল ইন্ডিয়া মেধাতালিকায় (AIR-০১) ৬৭ জন টপার হয়েছিলেন, সেখানে রি-টেস্টের পর টপারের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬১! প্রসঙ্গত, ২৩ জুন ১৫৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৮১৩ জন পরীক্ষায় বসেছিলেন।  বাকি ৭৫০ জন পরীক্ষার্থী গরহাজির থাকেন। দেরিতে পরীক্ষা শুরু হয়েছে। এই যুক্তিতেই ৫ মে-র নিট পরীক্ষার্থীদের অতিরিক্তি নম্বর দেওয়া হয়েছিল মেঘালয়, হরিয়ানা, চণ্ডীগড়, গুজরাত এবং ছত্তীসগঢ়ের মোট ছ’টি পরীক্ষাকেন্দ্রে।

২৩ জুন নিট রি-টেস্টের দিন দেখা যায়, চণ্ডীগড় কেন্দ্রের ২ পরীক্ষার্থীই অনুপস্থিত। ওদিকে ছত্তীসগঢ়ে ৬০২ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ২৯১ জন ফের পরীক্ষা দেন। হরিয়ানা দুটি কেন্দ্র মিলিয়ে মোট ৪৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে ফের পরীক্ষায় বসেন ২৮৭ জন। মেঘালয়ের ৪৬৪ জনের মধ্যে ফের পরীক্ষায় বসেন ২৩৪ জন। আর গুজরাতে আবার পরীক্ষায় বসেন মাত্র ১ জন। এখন ৭২০ নম্বরের মধ্যে ৭২০ পাওয়া ৬ জন পরীক্ষার্থীর ভিতর ৫ জন আবার পরীক্ষায় বসেছিলেন। কিন্তু তাঁরা কেউ-ই আর টপার হতে পারেননি। সেই ৫ জন ৬৮০-র বেশি নম্বর পেয়েছে।

আরও পড়ুন: West Bengal Weather Update: আর ঘণ্টাদুয়েকের মধ্যেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি কলকাতায়! জারি সতর্কতা…

ইতিমধ্যেই বিতর্কের নিট বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি দিয়েছেন বিরোধীরা। চাপের মুখে সরানো হয়েছে NTA চেয়ারম্যানকেও। নিট প্রশ্নফাঁস-কাণ্ডের তদন্ত করছে সিবিআই। নিট কেলেঙ্কারিতে ইতিমধ্যেই গ্রেফতার কমপক্ষে ১০। এরই মধ্যে জানানো হয়েছিল, ৬ জুলাই থেকে NEET-UG ২০২৪-এর কাউন্সেলিং প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। কিন্তু আজ, ৬ জুলাই ফের জানিয়ে দেওয়া হল, আপাতত বন্ধ রইল কাউন্সেলিং।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link