জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একটি ভিডিয়ো যা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তাতে দেখা যাচ্ছে পাকিস্তানের দুই রাজনৈতিক দলের নেতারা লাইভ টেলিভিশনে বিতর্ক চলাকালীন হাতাহাতি শুরু করেছেন। দুই নেতাই আক্রমণাত্মক হয়ে ওঠেন এবং ঘটনাটি দ্রুত হিংসাত্মক রূপ নেয়। উভয় নেতাকে একে অপরের বিরুদ্ধে গালিগালাজ করতে দেখা গিয়ছে।
জানা গিয়েছে পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজ (পিএমএল-এন) এর সেনেটর আফনান উল্লাহ খান এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এর শের আফজাল খান মারওয়াতের মধ্যে এই লড়াই হয়। জাভেদ চৌধুরীর এক্সপ্রেস নিউজের টক শো চলাকালীন এই সব ঘটনা ঘটে।
আরও পড়ুন: Pakistan: গাধা ও সন্ত্রাসবাদের পরে এবার ভিখারি ‘রফতানি’! কোন দেশ করছে এমন আশ্চর্য সব কাণ্ড?
আফনান উল্লাহ পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে গালিগালাজ করার পরেই এই ঘটনা শুরু হয়েছিল। পরিস্থিতি এগোনোর সঙ্গে সঙ্গে মারওয়াত চড় মারেন আফনান উল্লাহ খানকে। এরপরেই তারা একে অপরকে আক্রমণাত্মকভাবে লাথি মারতে শুরু করেন এবং পরিস্থিতি আরও খারাপ হয়।
ভিডিয়োটি ভারতে ভাইরাল হয়েছে। আপলোড হওয়ার পর থেকে এই ভিডিয়োটিতে ৪৮ হাজারের বেশি ভিউ হয়েছে।
কিছুদিন আগেই একটি ঘটনা প্রকাশ্যে আসে। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।
Kalesh b/w Two Party workers on Live TV during debate over Imran khan in Pakistan pic.twitter.com/t1KgQs6ye5
— Ghar Ke Kalesh (@gharkekalesh) September 28, 2023
ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা গিয়েছে, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে এক মহিলা সাংবাদিক প্রশ্ন করলে তার গাড়ির চালক রেগে যান এবং ওই মহিলা সাংবাদিকের মুখে থুতু ফেলেন। শুধু তাই নয়, এর পর দ্রুত গাড়ি চালিয়ে স্থান ত্যাগ করেন তাঁরা। ওই মহিলা সাংবাদিক কোন মিডিয়া প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তা জানা যায়নি।
আরও পড়ুন: North Korea: সংবিধান বদলেছেন কিম! এবার আরও ভংয়কর উত্তর কোরিয়া
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে ওই মহিলা সাংবাদিক গাড়ির দিকে হাত নেড়ে গাড়িটিকে থামতে বলেন। সেখানে নওয়াজ শরিফ ড্রাইভারের পাশের সিটে বসে ছিলেন। মহিলার হাতের ইশারা দেখে গাড়ি থামিয়ে চালক জানালা দিয়ে মাথা বাইরে আনেন। এই সময় ওই মহিলা সাংবাদিক পুরো ঘটনা রেকর্ড করছিলেন। তিনি নওয়াজ শরিফকে জিজ্ঞাসা করেছিলেন যে তিনি দুর্নীতিগ্রস্ত কিনা?
এরপর নওয়াজ শরিফের গাড়ির চালক ওই মহিলা সাংবাদিকের মুখে থুথু ফেলে জানালা বন্ধ করে দ্রুত এলাকা ছেড়ে চলে যান বলে অভিযোগ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)