জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপাবলির আলপনা দিতে গিয়ে মারাত্মক পরিণতি। বাড়ির বাইরের রাস্তায় আলপনা দিচ্ছিল দুই কিশোরী। আচমকাই তাদের উপর দিয়ে চলে গেল দ্রুতগতির গাড়ি। ইন্দোরের ঘটনা। গাড়িটি চালাচ্ছিল এক নাবালক। এমনটাই পুলিস সূত্রে খবর। গুরুতর জখম দুজন এখ হাসপাতালে ভর্তি।
আরও পড়ুন-সলমানকে হুমকি দিয়ে গ্রেফতার বরেলির যুবক, জেরা করতেই বেরিয়ে এল আসল রহস্য
সোমবার ঘটে যাওয়া ওই ঘটনা ধরা পড়েছে সিসিটিভিতে। পুলিস সূত্রে খবর ঘাতক গাড়িটির চালক ১৭ বছরের এক নাবালক। ভিডিয়োতে দেখা যাচ্ছে, দিন দুপুরে রাস্তায় যানবাহন কম। রাস্তায় চলছে দু-একটি বাইক। তার মধ্যেই ছুটে এল একটি গাড়ি। এক মহিলার একেবারে গা ঘেঁসে বেরিয়ে এসে সেটি সোজা বাঁদিকে বাঁক নিয়ে ওই দুই কিশোরীর উপর দিয়ে চালিয়ে দিল। শেষপর্যন্ত সেটি গিয়ে একটি দেওয়ালে ধাক্কা মেরে থেমে গেল।
In Indore, Madhya Pradesh, A Full Speed Car crushed two girls. The girls were making Rangoli outside the house. The accused driver is said to be 17 years old Monor. The police have arrested him. The condition of both the girls is very serious
pic.twitter.com/F34Rb87XBs— Ghar Ke Kalesh (@gharkekalesh) October 29, 2024
গাড়িটি ধাক্কা মেরে থেমে যাওয়ার পরই গাড়িয়ে থেকে বেরিয়ে দৌড় লাগায় চালক। পুলিস সূত্রে খবর, গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে গাড়িটি। গাড়ি চাপা পড়ে যাওয়া দুই কিশোরীকে সঙ্গে সঙ্গেই হাসপাতালে ভর্তি করা হয়। এদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)