Fake Note: গান্ধীর বদলে নোটে অনুপম খেরের ছবি, ১ কোটি ৩০ লাখের পেমেন্ট পেয়ে মাথায় হাত ব্যবসায়ীর

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সোনা বিক্রি করতে গিয়ে বিপুল টাকা হারালেন গুজরাটের এক ব্যবসায়ী। সোনা বিক্রি করে তার কর্মচারী ১ কোটি ৩০ লাখ টাকার একটি পেমেন্ট আনেন। সোনার দাম হয় ১ কোটি ৬০ লাখ টাকা। বাকী ৩০ লাখ টাকা পরে দেওয়া হবে বলে জানান ২ ক্রেতা। সেই ১ কোটি ৩০ লাখ টাকাতেই বিপত্তি। দেখে চক্ষু চড়কগাছ সোনা ব্যবসায়ীর।

আরও পড়ুন-পুজোয় নাজেহাল করতে পারে বৃষ্টি! অক্টোবরে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ৩টি নিম্নচাপ

সোনার দাম হিসেব মেটানো ওই ১ কোটি ৩০ লাখ টাকার বান্ডিল দেখে মাথা খারাপ ওই ব্যবসায়ীর। দেখা যাচ্ছে তাড়াতাড়া ৫০০ টাকার নোটে মহাত্মা গান্ধীর পরিবর্তে রয়েছে অভিনেতা অনুপম খেরের ছবি। ওই খবর দেখে তাজ্জব খোদ অনুপম খেরও। এক্স হ্যান্ডেলে এক পোস্টে অনুপম লিখেছেন, নাও! ৫০০ টাকার নোটে গান্ধীজির পরিবর্তে আমার ছবি! যা খুশি হতে পারে।

কী হয়েছিল আসলে? আহমেদাবাদের সোনা ব্যবসায়ী মেহুল ঠক্কর তাঁর কর্মচারী ভরত যোশীর হাত দিয়ে ২ ক্রেতাকে ২১০০ গ্রাম সোনা ডেলিভারি দেন। ওই সোনার দাম ১.৬ কোটি টাকা। মেহুল ওই সোনা পাঠিয়েছিলেন প্রশান্ত প্যাটেল নামে একজনকে। সোনার ডেলিভারির পর প্রশান্ত জানান তিনি ওই সোনার ৩০ লাখ টাকা দিতে পারছেন না। পরে দেবেন।

এদিকে, যোশী ওই সোনা নবরঙ্গপুরায় ডেলিভারি দেন। সেখান থেকে ৫০০ টাকার নোটের ২৬টি বান্ডিল নিয়ে আসেন। কিন্তু ঘরে এনে যোশী ওই টাকা গুনতে গিয়ে দেখেন সব নোটই জাল। পাঁচশো টাকার নোটে গান্ধীর ছবির জায়গায় রয়েছে অভিনেতা অনুপম খেরের ছবি। ওইসব নোট দেখেই মেহুল খবর দেন পুলিসে। ওই অভিযোগ পাওয়ার পরই পুলিস তল্লাশি শুরু করে। তবে অভিযুক্তকে এখনও ধরতে পারেনি পুলিস।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

Source link