ED Chargesheet against Rahul Sonia: ঘোর বিপাকে কংগ্রেস, ইডির চার্জশিটে রাহুল-সোনিয়া

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ন্যাশনাল হেরল্ড মানি লন্ডারিং মামলায় চার্জশিট পেশ করল ইডি। ওই চার্জশিটে নাম রাখা হয়েছে রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধীর। দিল্লির রাউজ অ্যাভিনিউ আদালতে পেশ করা চার্জশিটে আর যেসব কংগ্রেস নেতার রয়েছেন তারা হলেন, শ্যাম পিত্রাদা, সুমন দুবে-সহ আরও কয়েকজন। আদালত এনিয়ে শুনানি করবে ২৫ এপ্রিল। সবেমিলিয়ে কংগ্রেসের সামনে এখন ঘোর বিপদ।

স্বাধীনতার আগের ওই সংবাদপত্রের মালিকানা ও অর্থ সংক্রান্ত অনিয়মের নানা অভিযোগ উঠেছে। এমনকি, অভিয়োগ উঠছে হাওয়ালায় লেনদেনেরও। গত ১১ এপ্রিল দিল্লি, মুম্বই ও লখনউয়ের সম্পতি রেজিস্টারের কাছে নোটিস পাঠায় ইডি। ওইসব শহরে রয়েছে অ্যাসোসিয়েটড জার্নালস লিমিটেডের(AJL) সম্পত্তি। ঘটনাচক্রে ওই অ্যাসোসিয়েটড জার্নালস লিমিটেডকে অধিগ্রহণ করেছে ইয়ং ইন্ডিয়া লিমিটেড(YIL)। ওই কোম্পানির বেনিফিসিয়ারি হলেন রাহুল গান্ধী ও সোনিয়া গান্ধী।

আরও পড়ুন-সম্প্রীতির বার্তা! নববর্ষে রাখিবন্ধন উৎসব মালবাজারে…

কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি এজিএলকে ঘিরে মোট ৯৮৮ কোটি টাকার জালিয়াতি হয়েছে। বিজেপি নেতা সুব্রহ্মণ্য স্বামীর অভিযোগের ভিত্তিতে ২০২১ সালে তদন্ত শুরু করে ইডি। স্বামীর অভিযোগ ছিল রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী ও কংগ্রেসের অন্যান্য নেতারা জালিয়াতি করে এজেএসের সম্পত্তি অধিগ্রহণ করেছেন। ওই সম্পত্তির মূল্য ২০০০ কোটি টাকা। ওই সম্পত্তি অধিগ্রহণ করা জন্য ইয়ং ইন্ডিয়া লিমিটেড দিয়েছে মাত্র ৫০ লাখ টাকা।

আরও পড়ুন-‘লাথোঁ কা ভূত, বাতোঁ সে নেহি মানতা’, বাংলার অশান্তি নিয়ে বিস্ফোরক যোগী

কংগ্রেস ওই তদন্তের বিরোধিতা করে হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে যাওয়ার পরও সর্বোচ্চ আদালত তদন্তে আদেশ দেয়। তদন্তে নেমে দেশের বিভিন্ন জায়গায় তল্লাশি চালায়া ইডি। কেন্দ্রীয় তদন্ত সংস্থার দাবি ওই মামলায় বিপুল টাকার দুর্নীতি হয়েছে।

উল্লেখ্য, ১৯৩৮ সালে ন্যাশনাল হেরল্ড পত্রিকা তৈরি করেছিলেন জওহরলাল নেহরু। সেই সময় কংগ্রেসের শক্তিশালী মুখপত্র হয়ে উঠেছিল ন্যাশলান হেরল্ড। পত্রিকা প্রকাশ শুরু করে এজেএল। তারা হিন্দু ও উর্দুতে আরও দুটি পত্রিকা প্রকাশ করতে শুরু করে। শেষপর্ন্ত ২০০৮ সালে বন্ধ হয়ে যায় ন্যাশনাল হেরল্ড। সেইসময় সংবাদপত্রটির দেনা হয়ে যায় ৯০ কোটি টাকা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Source link