Durga Puja 2024: কোলনে ৩৩ বছরের দুর্গোৎসব, গঙ্গাপাড় থেকে রওনা দিলেন দশভুজা

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রতিবারের মতো এবারেও দুর্গাপুজোর প্রস্তুতি চলছে কোলন শহরে। এবছর কোলনের মাটিতে উদযাপিত হচ্ছে ভারত সমিতির ৩৩ বছরের পুজো। কলকাতা থেকে আনা নতুন প্রতিমায় পুজো করা হবে।

আরও পড়ুন- Durga Puja 2024: এই উৎসবে হাজরা পার্কে ‘শুদ্ধি’ না ঘটালেই নয়!

১৯৯০ সালে ১২ জন সদস্যকে নিয়ে গঠিত হয় ‘ভারত সমিতি’। বর্তমানে ‘ভারত সমিতি’র সদস্য সংখ্যা প্রায় ৭০ ছাড়িয়েছে। প্রত্যেক বছরের মতোই এবছরেও নিয়ম নীতি মেনে চারদিন পুজো করার প্রস্তুতি চলছে। তবে  এই বছর  কোলনের বাঙালীদের কাছে খানিকটা মন খারাপের। কলকাতায় ঘটে যাওয়া মর্মান্তিক ঘটনা প্রায় সাড়ে সাত হাজার মাইল দূরে থাকা পশ্চিম জার্মানির বুকে দাঁড়িয়ে থাকা কোলনের বাঙালিরও মনখারাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এই মনখারাপ করা পরিস্থিতিতে আমাদের আগামী দিনে সুবিচারের জন্য মায়ের কাছে আবেদন জানাতেই হবে।  এই পুজো কোলন শহরের একমাত্র তথা জার্মানির অন্যতম বড় পুজো, যা দেখতে আশে পাশের প্রতিবেশী দেশ যেমন – লুক্সেমবার্গ,  ফ্রান্স,  ইতালি এবং অন্যান্য শহর থেকে ও যেমন- বন্ (Bonn), ফ্রাঙ্কফুর্ট,  ডুসেলডর্ফ থেকেও লোক আসেন। 

আরও পড়ুন- Durga Puja Special: প্যান্ডেল হপিং এখন আরও সহজ! কলকাতার রাজপথে সারা রাত থাকবে সরকারি বাস…

পুজোর কর্ম প্রনালী মূলত ভাগ হয়েছে সাতটি পর্বে। রান্নাবান্নার প্রস্তুতি, প্রসাদ বিতরন,সাংস্কৃতিক অনুষ্ঠান,পরিশেষে অনুষ্ঠানগৃহ শৃঙ্খলা ও পরিচালনা। জুলাই মাস থেকে চলছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মহড়া। ষষ্ঠীতে থাকছে আগমনী গানের আসর, সপ্তমীতে থাকছে সত্যজিৎ রায়ের বিভিন্ন চলচ্চিত্রের গান নিয়ে কোলাজ।আর পুজোর অবিচ্ছেদ্য অংশ খাওয়া দাওয়া।এই বছর থাকছে বিভিন্ন বাঙালি খাবারের সমাহার বাসন্তী পোলাও থেকে ইঁচোড়ের ডালনা, লুচি থেকে কুমড়োর ছক্কা সবকিছুই। পুজো আসার আগে এই ব্যস্ততা, উদ্দীপনা ও আনন্দ এই আবেশটা উপভোগ করার মতো। এই কটা দিন দিয়ে যায় প্রবাসের ব্যস্ত জীবন থেকে একরাশ আনন্দ, মুক্ত বাতাস, বেঁচে থাকার শক্তি আর নিজের শিকড়কে না ভোলার ইচ্ছে। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

Source link