জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধনুকভাঙা পণ। যতদিন না নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হবেন, ততদিন জুতো পরবেন না! ১৪ বছর খালি পায়েই ঘুরে বেড়াচ্ছিলেন এক মোদীভক্ত। অবশেষে তাকে নিজের হাতে জুতো পরিয়ে দিলেন স্বয়ং মোদীই।
জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম রামপাল কাশ্যপ। হরিয়ানার কাইথালের জেলার খেরি গুলাম আলি গ্রামের বাসিন্দা তিনি। আজ, সোমবার হরিয়ানার যমুনা নগরে এক অনুষ্ঠানে যোগ দেন মোদী। তখনই রামপালের কথা জানতে পারেন তিনি। এরপর আলাদা করে দেখা করাই নয়, ওই ব্যক্তি জুতোও উপহার দেন প্রধানমন্ত্রী। বলেন, ‘আমি তোমাকে জুতো পরিয়ে দিচ্ছি। কিন্তু পরে আবার এমন করবে না। কাজ করতে হবে। এমন কেন করছ? নিজেকে কষ্ট দিচ্ছে’?
রামপালকে জুতো পরিয়ে দেওয়া ভিডিয়ো এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন মোদী। লিখেছেন, ‘আজ যমুনা নগরের সভায় কাইথালের রামপাল কাশ্যপজীর সঙ্গে দেখা হল। ১৪ বছর আগে তিনি প্রতিজ্ঞা করেছিলেন যে, আমি প্রধানমন্ত্রী হলে জুতো পরবেন। আমি প্রধানমন্ত্রী হয়েছি আর আজকে আমার সঙ্গে দেখা করার পরই তিনি জুতো পরেছেন। রামপালজির মতো মানুষের ভালোবাসায় আপ্লুত। কিন্তু এমন প্রতিজ্ঞা যাঁরা করেন, তাঁদের আমি অনুরোধ করছি সমাজসেবা ও জাতিগঠনের কাজে মন দিন’। ২০০১ থেকে ২০১৪ সাল পর্যন্ত গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন মোদী। এরপর ২০১৪-তে প্রথমবার প্রধানমন্ত্রীর কুর্সিতে বসেন তিনি।
আরও পড়ুন: Delhi University: ‘গবেষণার অঙ্গ’, ক্লাসরুমের দেওয়ালে গোবর লেপে দিলেন খোদ প্রিন্সিপালই!
আরও পড়ুন: Puri Temple: বড়সড় কোনও অঘটন কি আসন্ন? পুরী মন্দিরের পবিত্র পতাকা ‘ছিঁড়ে’ নিয়ে উড়ে যাচ্ছে ঈগল! ভিডিয়ো ভাইরাল…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)