জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একই দিনে জোড়া হুমকি কাণ্ড। একটিতে গ্রেফতারি আরেকটিতে অজ্ঞাতপরিচয়ের এক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই দুই ক্ষেত্রেই হুমকি পেয়েছেন সলমান খান। সলমান খান ও বাবা সিদ্দিকির ছেলে জিশান সিদ্দিকিকে প্রাণনাশের হুমকি দিয়ে গ্রেফতার হয়েছে বরেলির যুবক। তাকে জেরা করে তাজ্জব নয়ডা ও মুম্বাই পুলিস। তৈয়ব আলি নামে ২০ বছরের ওই যুবক জানিয়েছে মজা করার জন্যই সে সলমানকে প্রাণনাশের হুমকি দিয়েছিল।
আরও পড়ুন: Indore Shocker: বাড়ির বাইরে দীপাবলির আলপনা দিচ্ছিল ২ কিশোরী, আচমকা তাদের পিষে দিল গাড়ি
অন্যদিকে, দ্বিতীয় জন অভিনেতা সলমান খানকে ২ কোটি টাকা দাবি করে। ২ কোটি টাকা দাবি করে মুম্বাই পুলিশের ট্র্যাফিক হেল্পলাইন নম্বরে হোয়াটসঅ্যাপে ফের বার্তা পাঠানো হয়েছে। সেই অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে ওরলি পুলিস।
টাকা না দিলে সলমান খানকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দিয়েছে অজ্ঞাতপরিচয়ের এই প্রেরক। এই বিষয়ে মুম্বাইয়ের নির্মল নগর থানার এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্ত প্রথমে বিধায়ক জিশান সিদ্দিকির হেল্পলাইন নম্বরে হুমকি মেসেজ আসে। সোমবার এই বিষয়ে একটি মামলা দায়ের করা হয়েছিল। রাজস্থানে কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় নাম জড়ানোর পর থেকেই লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় সলমান খান। আতঙ্ক বাড়ে বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের পর থেকে। আসতে থাকে একের পর এক হুমকি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)