জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দলের সঙ্গে দূরত্ব বাড়াচ্ছেন? দ্বিতীয় সারিতে আর বসতে চান না! রাজ্যসভায় আসন বদলাতে চেয়ে এবার চেয়ারম্যানকে চিঠি দিলেন তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায়। জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন: Priyanka Gandhi: ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর’ রাজীব-কন্যা! কেরালা শাড়িতেই এলিগ্যান্ট লুকে সাংসদ প্রিয়াঙ্কা
ঘটনাটি ঠিক কী? সেই ২০১১ সাল থেকে তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর। সংসদের উচ্চকক্ষে দলের নেতা ডেরেক ও’ব্রায়েনের ঠিক পিছনেই সিটেই বসেন তিনি। সিটটি দ্বিতীয় সারিতে। রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়কে চিঠি লিখে রাজ্যের শাসকদলের এই সাংসদ জানিয়েছেন, শারীরিকভাবে তিনি সুস্থ নন। হাঁটাচলা করতে সমস্যা হয়। দ্বিতীয় সারিতে নয়, পিছনের দিকে সংসদের কক্ষে ঢোকার যে দরজা, সেই দরজার কাছাকাটি কোনও একটি আসন তাঁর জন্য নির্দিষ্ট করা হোক।
আরও পড়ুন: Air India Pilot Death: কেন মাছ-মাংস খাবে? ‘ভেজ’ প্রেমিকের অত্যাচারেই শেষের পথে পাইলট সৃষ্টি
এদিকে আরজি কর কাণ্ডে প্রথম থেকেই ভিন্নপথের পথিক ছিলেন সুখেন্দুশেখর। দোষীর ফাঁসির দাবিতে যখন কর্মসূচি ঘোষণা করেছিলেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বিচার চেয়ে ধরনায় বসেছিলেন তৃণমূলেরই রাজ্যসভা সাংসদ। এমনকী, একাধিক পোস্টেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি। এরপর তৃণমূলের মুখপাত্র ‘জাগো বাংলা’য় সম্পাদক পদও ছাড়েন। বস্তুত, আরজি কর কাণ্ডের তৃণমূলের কোনও কর্মসূচিকে আর দেখা যায়নি সুখেন্দুশেখরকে।
গত সোমবার তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয়ে গেল কালীঘাটে। কিন্তু সেই বৈঠকে ডাক পাননি দলের প্রবীণ সাংসদ সুখেন্দুশেখর। এই যখন পরিস্থিতি, তখনই রাজ্যসভার আসন বদলের আর্জি! রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের সঙ্গে দূরত্ব বাড়াতে চাইছেন তিনি। সেকারণে রাজ্যসভায় দলের সাংসদদের সঙ্গে বসতে চাইছে না।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)